পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ौमबङ्-3श्ांवशॊौ -اذ হেম । তোমায় আমি বলিচি, মা বলেচেন, মাসী বলেচেন, নদেরচাদের স্বমুখে ঘোমটা দিও না, তবু তুমি তারে দেখে, বুড়ে বয়সে ধেড়ে কাছ সেকেন্দারি গজের দেড় গজ ঘোমটা দাও— কেন সে কি আমার পর, না সে উলুবন থেকে ভেসে এসেছে ? সে গোবাঘ নয় যে তোমারে দেখলে হা করে কামড়ে নেবে ? শার । সৰ্ব্বরক্ষে ! আমার ঘাম দিয়ে জর ছাড়ল । হেম । এটা বুঝি অতুচ্ছ কথা হলো ? শার। আমি কি তুচ্ছ কথা বলচি । হেম । আর দেখ আমি স্বামী—গুরুলোক—গুরুনিন্দে অধোগতি । ওঁকে এত ভাল বাসি, কত গয়না দিইচি, কুলীনের ছেলে দশটা বিয়ে কল্যে কত্তে পারি, আর একটা বিয়ে কল্যেম না—নদেরচাদকে ফাকি দিয়ে একদিন হদিন রাত্রে ঘরে আসি —তবু উনি আমাকে ছকড়ানকড়া করেন । শার । দেখ নাথ, তুমি যদি আমার সকল গহনা কেড়ে নাও, আর কতকগুলো বিয়ে কর, আমি যে মনোদুঃখে আছি এর চাইতে আর অধিক দুঃখ হবে না । হেম । তোমার কি দুঃখ ? শার । তুমি তা জান না এই দুঃখ । হেম । দুঃখ দুঃখ করে আমাকে মেরে ফেল্যে—একটু ঘরে এলুম আর উনি সাপের হাড়ি খুলে বসলেন—অামি দশট। বিয়ে করবে। তবে ছাড়বো । শার । তুমি কুড়িটে বিয়ে কর । হেম । নদেরচাদের সঙ্গে তোমার কথা কইতে হবে । শার। আমি তা পারবে না। হেম । আরো বলেন আঁমি কি সে অবাধ্য । শার। হই হই আমি অবাধ্য আমিই আছি—এ নিন্দেয় অামার যা হবার তা হবে ।