পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ দীনবন্ধু-গ্রন্থাবলী শার। ( হেমৰ্চাদের প্রতি মৃত্স্বরে । ) ছেলেদের আসবের সময় হলো অামি ময়দ মাখি গে । [ শারদাসুন্দরীর দ্রুতগতি প্রস্থান। হেম । আমার পিণ্ডি মাখ গে—এখন তিনটে বাজে নি বলে ছেলেদের আসবের সময় হয়েচে । নদে। ওই ত কারচুপির কাজ । হেম । বিয়েনের কথা না বল্যে আর খানিক থাকতে । নদে। পেটে একখান মুখে একখান ভাল লাগে না— আগে আমার তিনি আসুন কত রঙ্গ দেখাব ৷ হেম । ঘরের মাগ কি খেমটাওয়ালী ? নদে । তুই থাকিস্ থাকিস্ চমকে উঠিস্—মুক্তিমণ্ডপে চলে গুলি টানি গে, পাচ ইয়ার নিয়ে মদ খাই গে । হেম । আজ ভাই রাত্রে বাড়ী আসবে, ও বাপের বাড়ী যাবে। নদে । তুমি যমের বাড়ী যাও । হেম । বেণেরা নাকি নালিশ করেছে ? নদে । আমার মোক্তার বল্যে, তুড়িতে উড়য়ে দেবে । হেম । গুলি খাডাল ? নদে । চলে। খাই গে । [ প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক স্ত্রীরামপুর—সিদ্ধেশ্বরের পুস্তকালয় । রাজলক্ষ্মী এবং শারদাসুন্দরীর প্রবেশ । রাজ। যোটালে কে ? শার। র্তারাই প্রস্তাব করেছেন—বন শুনে অবধি আমি কি পৰ্য্যস্ত ব্যাকুল হইচি তা আমি তোমায় কথায় বলতে পারি