পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も5 দীনবন্ধু-গ্রন্থাবলী রাজ । তবে কেন খানিক থেকে র্তার সঙ্গে সাক্ষাৎ করে যাও না ? তোমার পড়া শুনতে র্তার ভারি ইচ্ছে । শার। যুবতীজীবন পতি, তার হাত ধরি দেশাস্তরে যেতে পারি, বন্ধু দরশন নিতাস্ত সহজ কথা, কিন্তু একাকিনী পারে কি কামিনী যাইতে কাহারে কাছে ? দিবানিশি বিষাদিনী আমি লো সজনি, আমোদ আনন্দ কেন সাজিবে আমায় ? কেন বা হইবে ইচ্ছা করিতে এ সব ? পতিকে মুমতি যদি দেন দয়াময়, র্তার সনে তবালয়ে হইব উদয়, পড়িৰ তুষিতে তৰ পতির অপ্তর, গাইব গণ্ডীর ব্রহ্মসঙ্গীত সুন্দর। { শারদার প্রস্থান । রাজ। এমন স্নেহময়ী রমণী যার স্ত্রী তার কিছুরি অভাব নাই—পৃথিবী তার স্বর্গ। আহা ! হেমবাবু যদি ব্রাহ্ম হন আমরা একটি পবিত্র ব্রাক্ষিক। প্রাপ্ত হই । সিদ্ধেশ্বর এবং ললিতমোহনের প্রবেশ । সিদ্ধে। আমি ভাবছিলেম সূৰ্য্যদেব অস্তাচলের পথ ভুলে আমার পুস্তকাগারে প্রবেশ করেছেন, তা নয় তুমি ঘর আলো করে বসে অাছে । রাজ। ললিতবাবু, লীলাবতীর না কি নদেরচাদের সঙ্গে বিয়ে হবে ? সিদ্ধে। রাজলক্ষ্মীর কাছে পৃথিবীর খবর—তুমি একখানি সংবাদপত্র কর, তোমার যে সমাচার সংগ্রহ, তুমি অনায়াসে একখান পত্র চালাতে পারবে । রাজ। দুঃখের সময় ঠাট্ট তামাসা ভাল লাগে না ।