পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী @为 এক দিক্ হইতে লীলাৰতী এবং ক্রনাথ, অপর দিক্ হইতে ললিতমোহন সিদ্ধেশ্বর এৰং প্রতিবেশিচতুইয়ের প্রবেশ । ঐনা । আপনার সকলে উপবেশন করুন । ( সকলে উপবেশন । ) - হেম । কৰ্ত্ত মহাশয় আসবেন না ? শ্রীন । তিনি কি ছেলে ছোকরার ভিতরে আসেন ! প্র, প্রতি । সব দেখা শুনা হলে, তিনি অবশেষে ছেলে দেখতে আসবেন। দ্ধি, প্রতি । নদেরচাদ বাবু পাত্রীর রূপ ত দেখলেন, এক্ষণে গুণ অাছে কি না তাহ পরীক্ষা করে দেখুন। হেম । ( জনাস্তিকে নদেরচাদের প্রতি ) তাই বলে জিজ্ঞাসা কর । সিদ্ধে । নদেরচাদ বাবু নীরব হয়ে রইলেন যে ? নদে । ( লীলাবতীর প্রতি ) আই মা হরিণের সিং তুমি কি পড় ? * হেম । তোমার গুষ্ঠির মাত পড়ে—টেকিরাম—কি শিখয়ে দিলে কি বল্যেন— নদে । আমার যা খুসি আমি তাই বলি, তোর বাবার কি ? তুই বিয়ে করবি না তোর বাবা বিয়ে করবে ? হেম । তোমার বিয়ে হবে হুগলির জেলে—বামণের ঘরের নিরেট বোকা । নদে । তোর বাপ যেমন মেয়েমুখে তুই তেমনি মেয়েমুখে, তোর কপালে ইয়ারকি থাকলে ত আমাদের সঙ্গে বেড়াবি ? অামার অতি বড় দিবিব তোর মত পাজিকে যদি মুক্তিমণ্ডপে ঢুকতে দিই—একটি পয়সা খরচ কত্তে পারে না কেবল বেয়ারিং ইয়ারকি দিতে আসেন। হেম । কি বল্লি, বিক্রমপুরে বুনো বয়ার (সরোষে নদেরটাদের পৃষ্ঠে পাচটি বজমুষ্টি প্রহার ) তোরে কীৰ্ত্তিনাশা পার করবে। তবে ছাড়বে—