পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ✓ግ ল্যাপল্যাগু প্রভৃতি শীতপ্রধান দেশে রোমশ পশু আছে— আরবদেশের বালির উপর দিয়ে উটগুলো বড় বড় মোট মাতায় করিয়া চলে যেতে পারে ব্যতীত পান করে একফোট জল অনেক ক্ষণ । অতএব বিবাহ বলিতে গেলেই বন্ধুতা এসে পড়ে—বিবাহ হয় এক বৃক্ষ, বন্ধুতা তার ফুল । বিবাহের কত কৌশল তা মৎসদৃশ ব্যক্তিগণ শতমুখী হলে বলতে পারে। দেখুন জাম পাকলে কালো হয়, চুল পাকলে শাদ হয়—যদি বলেন জাম পাকূলে রাঙ্গা হয়, সে পাকা নয়, সে ডাসা—যদি বলেন চুল পাকলে কটা হয়, সে কটা নয়, সে কলোপ দেওয়া । আরো দেখুন সকলি তুই দুই, চন্দ্র সূৰ্য্য, রাত দিন, পথ ঘাট, হু কে কঙ্কে, ঢাক ঢোল, ঘর দোর, হাত বেড়ী, শ্বাল শকুন, স্ত্রী পুরুষ । সুতরাং জীবসকলকে বাচাইবার জন্য স্ত্রীলোক গর্ভমতী হইলে আপনা আপনিই নিতম্বে হ্রদ এসে পড়ে— সলাজে লীলাবতীর প্রস্থান । সকলের হাস্ত । আরো দেখুন মাতৃ ভাষা কেমন কাহিল হয়ে গিয়েছেন— হেম । ও যে আমি বলব—তুমি বসে । নদে । অতএব বন্ধুগণ দাদাকে আসর দিয়ে আমি মধুরেণ সমাপয়েৎ | ( যেমন ৰসিতে যাৰেল অমনি ধপাৎ করিয়া চিত হইয় পতল, সকলের হান্ত । ) হেম । চেয়ার যে সরয়ে রেখেছে, তা বুঝি দেখতে পাও নি ? নদে । ও মা গিইচি-বাবা গো মেরে ফেলেচে—কোমর ভেঙ্গে গিয়েছে—শালারা আমারে যেন পাগল পেয়েছে— আমার যেন মা বাপ কেউ নেই—( চেয়ার লইয়া উপবেশন । ) হেম । প্ৰিয়বন্ধুগণ ! আমার গুণিগণামুগণ্য ধন্য মান্ত বদান্ত বস্ত ভ্ৰাত যাহা বল্যেন, যাহ!—যাহা বল্যেন—বল্যেন,