পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী S • & ললি। অৰলা সরলা বালা নাহিক উপায়, দয়ার পয়োধি দিন দেবেন তোমায়— নেপথ্যে । ললিতমোহন, সিদ্ধেশ্বর বাবু এসেচেন— ললি । ঈশ্বর চিস্তায় কর ভাবনা সংহার— আসি লীলা সিদ্ধেশ্বর এসেছে আমার-- [ ললিতের প্রস্থাল । লীলা । আহা দুই জনে কি বন্ধুত্ব-ললিত সিদ্ধেশ্বরকে যত ভাল বাসে পৃথিবীর মধ্যে কেউ কাহাকে এত ভাল বাসে না—সিদ্ধেশ্বরই কি ললিতকে কম ভাল বাসে, ললিতের জন্তে সিদ্ধেশ্বর সর্বস্বাস্ত কত্তে পারে, প্রাণ পৰ্য্যস্ত দিতে পারে । ললিত সিদ্ধেশ্বরকে যত ভাল বাসে সিদ্ধেশ্বরের স্ত্রীকে তা অপেক্ষ ভাল বাসে ; সিদ্ধেশ্বরের মনের মত স্ত্রী বলে ললিতের যে আনন্দ হয়েছে লোকের রাজত্ব পেলে এত আনন্দ হয় না— ললিত প্রথম বারে সিদ্ধেশ্বরের বাড়ীতে ফু দিন থেকে যখন আসে রাজলক্ষ্মী কাদতে লাগলো, ললিত এই গল্প করে আর আনন্দে মুখ প্রফুল্ল হয়, বাষ্পবারি নয়ন আচ্ছাদিত করে— আবার ললিত হাসতে হাসতে বলে “আমি যাকে দেখে দিয়েচি সে কি কখন মন্দ হয়”। অামাকেও সিদ্ধেশ্বর খুব ভাল বাসে—আমি কি ললিতের স্ত্রী ? ( দীর্ঘনিশ্বাস ) [ প্রস্থাল । | 8