পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ১১৩ সেই ভাল, শ্ৰীনাথ যা বলে সেই শ্রেয়—এ কি ! প্রলাপ হয়েছে না কি ? লীলা । হর । } & ( চক্ষু মুদ্রিত করিয়া ) পূর্ণিমার শশধর নাথের বদন পাবে না কি অভাগিনী আর দরশন ? কি মধুর কথা তার কি সুন্দর স্বর, শুধু এক আমি নই মোহিত নগরজ্ঞান-জ্যোতি-বি-ফারিত আকৰ্ণ লোচন, সতত সজল শোভ অtভার কারণ, ম। দেখে সে আঁখি, প্রাণ পাগলের মত, হইতাম পাগলিনী ভেবে অবিরত— কাছে এস প্রাণপতি প্রেম-পারাবার, চির দুঃখিনীরে দুঃখ দিও না কে আর— মহীতে মায়ের মায়া রক্ষিতে সস্তামে, তাহাতে বঞ্চিত আমি বিধির বিধামে, অভাগিনী ভাগ্য-দোষে শৈশবে জননী, করে গেছে কাঙ্গালিনী ছাড়িয়ে ধরণী ; সোদর সহায় ছিল অবলা বালার, ভাগ্যদোষে নাহি তার কোন সমাচার, পোষ্যপুল্ল লল পিতা নিরাশ অস্তরে, ভুলিব দাদার নাম এত দিন পরে ; জনক পরম গুরু স্নেহভরা মন, আমার কপালে তিনি বিষ দরশন, কৌলীন্ত শ্মশানকালী হৃদয় তুষিতে, দেবেন দুহিতা বলি অপাত্র অসিতে ; এমন সময় পতি রহিলে কোথায়, , তুমি অবলার গতি, সাহস সহায়— প্রাণ র্কাদে প্রাণকাস্ত কর হে বিহিত--- হঃ ললিত-হাঁ ললিত-ললিত—ললিত--- (স্বগত) আবার নিদ্রা এল । মার দুই চক্ষু দিয়ে