পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ১৩৩ নাম নিয়ে বেড়াতেন, তিনিই অরবিন্দ, র্তার পাক দাড়ি মিছে, এখন তার দাড়ি অাছে কিন্তু এ কালে দাড়ি । [ শ্ৰীনাথের প্রস্থান । লীলা । বউ অমন করে পড়লেন কেন ?—ও বউ, বউ, আর বউ, বউ যে মূৰ্ছিত হয়েচেন—সই ঝিকে ডাক, জল আনতে বল— শার । ( গাত্ৰোখান করিয়া ) ও ঝি, ঝি, ওরে দৌড়ে আয় বউ মূৰ্ছা গেছেন, জল নিয়ে আয়—( পাকা লইয়া বাতাস ) লীলা । ও বউ, বউ—ও সই, বউ এমন ধারা হলেন কেন, বউ যে হ্যাত মত হয়ে পড়লেন— জল লইয়া দাসীর প্রবেশ, এবং ক্ষীরোদবাসিনীর মুখে জল প্রদান । দাসী । ভয় কি এখনি চেতন হবে—ও মা, মা, তোমার স্বামী বাড়ী এসেচেন, ও মা অরবিন্দ বাড়ী এসেচেন— লীলা । সই আলমারির ভিতর থেকে মুনের শিশিটে দে, অামার গা কঁপিচে— শার । ভয় কি, তুই এমন ভয়তরাসে কেন—( মুনের শিশি নাসিকায় ধারণ ) লীলা । বউ, বউ— ক্ষীরো । মা— শার। বউ, সামলেচ ? ক্ষীরে। হ্যা । - দাসী। ও মা আমার আশীৰ্ব্বাদ ফলেচে, আমার অরবিন্দ বাড়ী এসেচে– ক্ষীরো। লীলা, এ ত স্বপ্ন নয় ? লীলা । না বউ সত্যি সত্যি দাদা বাড়ী এসেচেন ।