পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী S85 হেম । না, তিনি মামীকে নিয়ে বিত্রত, মামীকে সইদের বাড়ীতে এনেচেন— শার । অামি যাই দেখে আসি । [ উভয়ের প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক কাশীপুর । হরবিলাস চট্টোপাধ্যায়ের বৈটকখান । হরবিলাস, অরবিন, ভোলানাথ চৌধুরী, নদেরটাদ, ললিতমোহন, সিদ্ধেশ্বর, পণ্ডিত এবং প্রতিবাসিগণ আসীন । শ্রীনাথ এবং যোগজীবনের প্রবেশ । গ্রীন। ও বলচে যে “আমি জাল অরবিন্দ কি যিনি এখন এসেছেন ইনি জাল অরবিন্দ তা নির্ণয় করে অামি শাস্তির যোগ্য হই অামাকে শাস্তি দাও” । ভোলা । এ ব্যাট ভারি, বদমাস, এখন জোর করে কথা বলচে । হর । ললিত বাবা, তোমার মনে এই ছিল— পণ্ডি এমন সমতুল্য অবয়ব কখন দেখি নি । ভোলা । মুখের চেহারাটি ঠিক এক । যোগ । উনি যদি আসল অরবিন্দ হলেন তবে অামি কে ? নদে । তুমি বরানগরের ভগ। তাতী । যোগ । তবে বাড়ীর ভিতরের গোপন খবর জানলেম কেমন করে ? নদে । ললিত আর অরবিন্দ বাবুর স্ত্রী তোমাকে সব আগে থাকতে বলে দিয়েছিল। - - যোগ । নদেরচাদ তোমার জিহাট কালকূটে পরিপূর্ণ, যদি আমার নির্দোষ সাব্যস্ত কত্তে পারি, তোমার জিহবাটি কেটে নিয়ে এসিয়াটিক মিউসিয়ামে রেখে দেব—আমি কারাগারে যাই, দ্বীপান্তর হই, আগত অরবিন্দ রোষপরবশ