পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী S&S আদালত অাছে, হাইকোর্ট আছে, প্রভি কাউনসেল অাছে, তোমার বজাতি খাট্‌বে না, আমি বিলাত পৰ্য্যন্ত যাব । নদে । তুমি যে আসামী হবে । সিদ্ধে । তবে রে তুরাত্মা, পাজি ( নদেরচাদের মুখে এক ঘুসি ) যত বড় মুখ তত বড় কথা— নদে । উহুহু, শালা মেরে ফেলেছে গে।—( রোদন ) ভোলা । তুইও মার। নদে । তা হলে আবার মারবে । ভোলা । সিদ্ধেশ্বর, তুমি মাল্যে কেন ? সিদ্ধে। খুব করিচি মেরিচি–ওর ক্ষমতা থাকে ও ফিরুয়ে মারুক, তোমার ক্ষমতা থাকে তুমি মার । ভোলা । সিদ্ধেশ্বর তোমাকে ভাল জ্ঞান ছিল, তুমি বড় গোয়ার হয়েছ—আচ্ছ। তোমার নামে আমরা নালিস করবো । সিদ্ধে । নালিস না করে যে টাকাট। আমার জরিবান। হবে সেই টাকাটা অামার নিকটে চেয়ে নাও । ললিত । অরবিন্দ বাবু আপনাকে আমি একটি নিবেদন করি, যদি আমি এ অসৎ অভিসন্ধিতে থাকবে তা হলে যখন আমি আপনাকে কাশীতে জানতে পাল্যেম তখন জাল অরবিন্দ কেন নিবারণ কল্যেম না, আর আপনার সঙ্গে আসবের আগে কেন জাল অরবিন্দকে স্থানান্তরিত কল্যেম না ? অর। ললিত বাবু আপনি দোষী কি না, আমার স্ত্রী দোষী কি না, জগদীশ্বর জানেন, কিন্তু এই নরাধম লম্পট র্তাভী যে আমার সবর্বনাশ করেছে, আমার স্ত্রীর ধৰ্ম্ম নষ্ট করেছে, তার ত কোন সন্দেহ নাই । যোগ । তোমার স্ত্রী আমার সহোদরা–এক মুহূৰ্ত্তের নিমিত্তেও যদি তোমার স্ত্রীকে ভগিনী ভিন্ন অদ্য বিবেচনা করে থাকি আমার মস্তকে যেন বজ্রপাত হয় ।