পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী tన যোগ । যে রাত্রে আমি প্রথম র্তার সঙ্গে সাক্ষাৎ কল্যেম, সেই রাত্রিতেই বলিচি—ক্ষীরোদবাসিনী শুনিবামাত্র মূৰ্ছিতা হয়েছিলেন, আমি তার চৈতন্য করে তাকে সাম্বন কল্যেম, এবং সকল বিষয়ে বুঝয়ে দিয়ে প্রকাশ কত্তে বারণ কল্যেম । নদে । একটিন স্বামী পেলে মনটা কতক ভাল থাকে— আপনার সব কথায় ভুলে যাচ্চেন, ও বরানগরের ভগা ৰ্তাতী কি না, ললিতের সঙ্গে ও পরামর্শ করেছে কি না, তার বিচার কচেচন না । সিদ্ধে । যখন সকলেরই প্রতীতি হচ্চে যে যোগজীবন অতি ধৰ্ম্মপরায়ণ এবং অরবিন্দ বাবুর ঐকান্তিক মঙ্গলাকাঙ্ক্ষী, তখন এই সিদ্ধান্ত, উনি কেবল পোষ্য পুত্র লওয়া রহিত করবের নিমিত্ত এই ছলনা করেছেন । উনি ব্রহ্মচারী, এক্ষণে ব্রহ্ম উপাসনায় তীর্থে গমন করুন, অরবিন্দ বাবু পরম সুখে সংসার ধৰ্ম্মে মন দেন-- নদে । অণর তোমার ললিতের সঙ্গে লীলাবতীর বিবাহ দেন । সিদ্ধে । নদেরচাদ ললিতকে বিপদগ্ৰস্ত কত্তে তুমি যে সকল কুৎসিত কার্য এক দিনের ভিতরে করেছ, তা দশ জন ঠকে দশ বৎসর পরিশ্রম কল্যে পারে না—তুমি, তোমার মোক্তার, আর এই ইনিস্পেক্টার সাহেব আমার হাতে বঁাচুবে না । পু, ই । এ বাবুসাহেব ! আমাকে উনি হাজার টাকা দিতে চেয়েছে তা হামি নেন নি—হাম কোইকো বাৎ শোনতে নেই মহারাজ । নদে । আপনার সব বড় বড় লোক, আমি আপনাদিগের চাইতে নীচে, আমি একটি কথা বলি তাই করুন সকল দিক বজায় থাকবে—ভগা তাতীকে আর ললিতকে ইনিস্পক্টারের