পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক প্রথম গর্ভাঙ্ক ইন্দ্রাবাদের ফৌজদারি কাছারি উড, রোগ, মাজিষ্ট্রেট, আমলা আসীন। গোলোকচন্দ্র, নবীনমাধব, বিন্দুমাধব, বাদীপ্রতিবাদীর মোক্তার, নাজির, চাপরাসি, আরদালি, রাইয়ত প্রভৃতি দণ্ডায়মান । প্র মোক্তার। অধীনের এই দরখাস্তের প্রার্থনা মঞ্জুর হয় । ( সেরেস্তাদারের হস্তে দরখাস্ত দান ) মাজি । আচ্ছ পাঠ কর । (উড সাহেবের সহিত পরামর্শ এবং হাস্ত ) সেরেস্তা । ( প্র মোক্তারের প্রতি ) রামায়ণের পুথি লিখেছ যে, দরখাস্ত চুম্বক ন হইলে কি সকল পড়া গিয়া থাকে। ( দরখাস্তের পাত উলটায়ন ) মাজি । ( উড সাহেবের সহিত কথোপকথনান্তর হাস্য সম্বরণ করিয়া ) খোলোস পড় । সেরেস্তা। আসামীর এবং আসামীর মোক্তারের অনুপস্থিতিতে ফরিয়াদীর সাক্ষিগণের সাক্ষ্য লওয়া হইয়াছে— প্রার্থন, ফরিয়াদীর সাক্ষিগণকে পুনৰ্ব্বার হাজির আনা হয়। বা মোক্তার। ধৰ্ম্মাবতার, মোক্তারগণ মিথ্যা, শঠতা, প্রবঞ্চনায় রত বটে, অনায়াসে হলোপ লইয়া মিথ্যা বলে, মোক্তারের অবিরত অপকৃষ্ট কার্য্যে রত, বিবাহিত কামিনীকে বিসর্জন দিয়া তাহারা তাহাদের অমরালয় বারমহিলালয়ে কাল যাপন করে, জমিদারের৷ ফলতঃ মোক্তারগণকে বিশেষ ঘৃণা করে তবে স্বকাৰ্য্য সাধন হেতু তাহারদিগের ডাকে এবং বিছানায় > *