পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపి 8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । “সে ঐন্দ্রজালিক, সখি ! কর-সঞ্চালনে, নিবারি তুমুল ঝড়, রক্ষিল আমারে, আলিঙ্গিয়া স্নেহ-ভরে । প্রিয় সখি ! হয় । জীবনে প্রথম এই—এই মরুভূমে— স্নেহ মুশীতল বারি হলো বরিষণ । নিষ্ঠুর জনক যার ; নিষ্ঠুর ভগিনী ; শিশু সহোদর ভৰ্ত্ত ; মন্ত্রী নরাধম ; সে কিসে জানিবে সখি ! স্নেহ যে কি ধন ? পুরাইল আশা, যুড়াইল প্রণ ; সখি !— বসিলাম সিংহাসনে বসিলাম -ভীম ভূকম্পনে, কিংবা অগ্নি-গিরি-উদগিরণে, টলিতে লাগিল মম নব সিংহাসন । দেখিলাম অন্ধকার, ঘুরিল মস্তক, পড়িতে ছিলাম সখি ! মূৰ্ছিত হইয়া অকুল সাগরে । কি যে বীরপণা, সখি ! জলে, স্থলে, কি অনলে করিল বীরেশ, স্বচক্ষে দেখেছ তুমি ! শুনেছ শ্রবণে । দেখিলাম মূৰ্ছাভঙ্গে মেলিয়া নয়ন, ভাসিয়াছে শিশু ভর্তা শক্রদল-সহ, অনন্ত-জীবন-জলে ; বসিয়াছি আমি মিশরের সিংহাসনে,--বলিব কেমনে সেই লজ্জা ?—সিজারের হৃদয়-আসনে । কৃতজ্ঞতা-রসে, সখি, ভরিল হৃদয়। ধন, প্রাণ, সিংহাসন, প্রণয়-দাতায়, করিলাম, সহচরি, আত্ম-সমৰ্পণ । কিন্তু সেই কৃতজ্ঞতা—জন সমুদয়