পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । wogg তীব্র অনল-বর্ষণ, না পারি সহিতে, করিতেছে ছট্‌ফটু উত্তাল তরঙ্গে, ফেণিয়া ফেণিয়া ; ঘন ঘন নিশ্বাসিয়া । পড়িতেছে আছাড়িয়া কুলের উপরে তরণীর প্রতিঘাত ; কামান-গর্জন ; দহমান তরণীর অনল-হুঙ্কার ; বন্দুকের অগ্নিবৃষ্টি অস্ত্র ঝনৎকার ; জেতার বিজয়ধ্বনি ; জিতের চীৎকার – ভীষণ তরঙ্গ-ভঙ্গ, সিন্ধু-আস্ফালন ভয়ঙ্কর । নিরথিয়া উড়িল পরাণ ; অবলা হৃদয় ভয়ে হইল অচল । বলিলাম কর্ণধারে,—‘ফিরাও তরণী, ৰাচাও পরাণ’ । আজ্ঞা মাত্র সংখ্যাতীত ক্ষেপণী-ক্ষেপণে, বেগে চলিল তরণী মিশর-উদ্দেশে হায় ! মন্দুরার মুখে ছুটিল তুরঙ্গ যেন। কিছুক্ষণ পরে সভয়ে ফিরায়ে আখি দেখিতে পশ্চাতে, দেখিলাম ভাঙ্গিয়াছে কপাল আমার ! না দেখি তরণী মম, রণে ভঙ্গ দিয়া উন্মত্তের প্রায় ওই আসিছে এণ্টনি ! আকাশ ভাঙ্গিয়া হায় ! পড়িল মস্তকে অকস্মাৎ . ভাবিলাম মনে, এ সময়ে নাথের সহিত যদি হয় দরশন, অনুতাপে নাহি জানি কোন অপমান করিবে আমার । হায় , কেন আসিলাম, আমি কেন মজিলাম ! নাহি ডুবিলাম