পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । । as > * কেহ বা ভাবিছে এই আসন্ন সমরে কীৰ্ত্তির কিরীট-রত্ন লভিবে অচিরে ; কেহ ভাবে পদোন্নতি ; কেহ অর্থভরে, আকাশ করিছে পূর্ণ সুবর্ণ মন্দিরে । কেহ বা কল্পনা-বলে বধিয়া নবাবে, বিজয়-পতাকা তুলি পশি কোষাগারে লুটিতেছে ধনঞ্জাল; কল্পন-প্রভাবে লুণ্ঠন করিয়া শেষ, ষোড়শোপচারে পূজিতেছে প্রণয়িনী কোন বীরবর স্ববর্ণে স্বজিয়া হৰ্ম্ম্য অতি মনোহর । >> ধন্ত আশা কুহকিনি ! তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন । দুৰ্ব্বল-মানব-মনোমন্দিরে তোমায় যদি না স্বজিত বিধি ; হায় ! অক্ষণ নাহি বিরাজিতে তুমি যদি সে মন্দিরে ; শোক, দু:খ, ভয়, ত্রাস, নিরাশ-প্রণয়, । চিন্তার অচিন্ত্য অস্ত্র, নাশিত অচিরে. সে মনোমনির শোভা। পলাত নিশ্চয় অধিষ্ঠাত্রী জ্ঞানদেবী ছাড়িয়া আবাস ; উন্মত্তত ব্যাস্বরূপে করিত নিবাস । ধন্ত, আশা কুহকিনি ! তোমার মায়ায় । অসার সংসারচক্র ঘোরে নিরবধি ।