পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। so পরিশিষ্ট । അബ് ক—১ম সর্গ ২৫ শ্লোক— ১৮৬৯ ইংরাজির কোন এক সঙ্খ্যক অমৃতবাজার পত্রিকাতে । “সিরাজদ্দৌলার রাজত্ব গেল কেন ?" শীর্ষক যে একটি প্রস্তাৰ প্রকটত হয় তাহা হইতে এই ঘটনানিচয় গৃহীত হইল । থ—২য় সর্গ ২৭ শ্লেক— মন্দ্রিাজে এক দুরন্ত সৈনিককে ক্লাইব ডুয়েল’ যুদ্ধে হত করেন । এই ঘটনা মেকলিতে বিস্তার বর্ণিত আছে ; --৫ম সৰ্গখণ্ডয় শ্লোক আমি কোন একজন বঙ্গ-সাহিত্যসমাজে সুপরিচিত বন্ধুর মুখে শুনিয়াছি, পলাশির যুদ্ধের কিছুদিন পূৰ্ব্বে সিরাজদ্দৌলা মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুঙ্গের দুর্গে কারারুদ্ধ করিয়া রাখিয়াছিল। এবং যুদ্ধের প্রাক্কালে তাহার প্রাণদণ্ডের অনুমতিও প্রেরণ করিয়াছিল । কিন্তু মহারাজ ইষ্টদেবতার পূজা সাঙ্গ করিয়া রাজদণ্ড গ্রহণ করিতে অবকাশ লইয়া, এত দীর্ঘ পূজা আরম্ভ করেন যে যুদ্ধ শেষ হইয়া ধায় এবং ক্লাইবের দূত যাইয় তাহার প্রাণ রক্ষা করে। তদবস্থিত মহারাজের একখানি চিত্ৰপট অদ্যপি কৃষ্ণনগররাজভবনে আছে বলিয়া বন্ধু আমাকে বলিয়ছেন । থ-৫ম সর্গ ১৬ শ্লোক যশোহর অবস্থিতি কালে কোন এক जन বন্ধুর মুখে শুনিয়াছিলাম, মিরজাফর সিংহাসনে আরোহণ করিলে তৎপুত্র পাপিষ্ঠ মিরণ দ্বেষপরবশ কষ্টয়া সিরাজদ্দৌলার পত্নীবৃন্দকে একখানি ।