পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ●敏敏 সাজিতাম , সাজাতেম খেলার পুতুল কুসুমের ; হুলু দিয়া পুতুলে পুতুলে দিতাম বিবাহ রঙ্গে, পাড়াতেম ঘুম অচেতনে দম্পতীরে কুসুম-শষ্যায়, নিৰ্ম্মাইয়া লতা পত্রে কুঞ্জ মনোহর ” আবার যুবার আজি হইল স্মরণ " কুসুমিকা সহ কত কলহ श्कट-- শৈশব-সুলভ ! মনে পড়িল তাহার, একদিন নিৰ্ম্মাইয়া মৃন্ময়ী প্রতিমা - দুজনে পূজিতেছিলা । হাসিয়া বীরেন্দ্র কহিল,—‘কুসুম ! দেখ প্রতিমা আমার, তোমার প্রতিমা চেয়ে কতই মুনীর ’ ওঁনি ক্রোধে কুমুমিকা আরক্ত হইয়া, এক ক্ষুদ্র পদাঘাতে ফেলিল ভূজিয়া বীরেঞ্জের দেব-মূৰ্ত্তি , সক্রোধে বীরেন্দ্র নিক্ষেপিল কুসুমের মৃন্ময় পুতুল পৰ্ব্বত-গহবরে,-রণ বাজিল তুমুল । বসাইলা ক্ষুদ্র দস্ত বীরেন্দ্র-হৃদয়ে কুস্থমিক, সচীৎকারে বীরেন্দ্র তাহারে সরাইতে নগষ্পর্শে বাল-কুমুমের কুসুম-কোমল বক্ষে উঠিল শোণিত,— দাস দাসী ত্রস্তে আসি নিবারিল রণ। যুবার পড়িল মনে, কিছু দিনান্তরে আবার কানন কোলে বীরেঞ্জ কুসুম ফুটিলে, শঙ্কর চাহি কুসুমের পানে কহিল—“কুসুম ! দেখ কামড়ে তোমার ।