পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৎসাহস । ミ> জীবন উৎসর্গ করিয়া সেই পৈশাচিক অমোদ রোমরাজ্য হইতে দূরীভূত করেন। • র্যাহীদের এইরূপ সাহস আছে, তাহারা এ জগতে ধন্য : র্তাহারাই প্রকৃত মনুষ্যনামের অধিকারী ; তাহারাই প্রকৃতপক্ষে স্বাধীন ও জিতেন্দ্রিয়। তাহারা কখনই কৰ্ত্তব্যপালনে বিমুখ হন না, লোকভয়ে প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করেন না এবং পরার্থে প্রাণ পৰ্য্যন্ত উৎসর্গ করিতেও কুষ্ঠিত হন না। যাহাদের এই সাহস টুকু নাই, তাহদের আত্মার স্বাধীনতা নাই। বাস্তবিক যাহাদের সৎসাহস নাই, তাহারাই পরাধীন। পক্ষান্তরে যাহাঁদের ঐ সাহস আছে, তাহদের মানসিক সদৃবৃত্তিসমূহ বিকশিত ও কুপ্রবৃত্তিগুলি লয়প্রাপ্ত হয়। সাম্রাজ্যের উপর আধিপত্যস্থাপন প্রকৃত স্বাধীনতা নহে ; যথেচ্ছ অঙ্গপ্রত্যঙ্গের পরিচালন এবং ভোগলালসার পরিতৃপ্তিসাধনও প্রকৃত স্বাধীনতা নহে ; এই উভয়বিধ স্বাধীনতাই বহিৰ্ম্ম ধী, অচিরস্থায়ী ; জল-বুদ্ধদের ন্যায় ইহাদের ক্ষণে উদয় ও ক্ষণে লয় হয় । মনের স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা ; ইহাই চিরস্থায়ী। বাহ্যজগতের যতই পরিবর্তন হউক না কেন, ঈদৃশ স্বাধীনতার ধ্বংস বা পরিবর্তন নাই। সৎসাহসের অভাব আমাদের অশান্তি ও অসুখের এক প্রধান কারণ । ইহার অভাবে সংসারে নানাবিধ দুঃখ করালমূৰ্ত্তি ধারণ করিরা অবিরত মানব-হৃদয়ের শোণিতশোষণ করিতেছে। সৎসাহসের অভাবে সরলতা ও উদারতাপ্রভূতি সদগুণের অভাব এবং কপটতা ও মিথ্যা প্রভৃতি অসদৃগুণের