পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ত্তব্যানুষ্ঠান। రి) SSAS SSAS A SAS SSAS SSAS SSASAS SS SS SS S AAAAAA AAAA SAAAAA AAAA AAA S AAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAASS م. م. ...» میw বলিয়াছিলেন—“মধুরভাষিণী ভাৰ্য্যা আমোদসময়ে সখীর ন্যায়, ধৰ্ম্মকাৰ্য্যে পিতার ন্যায় এবং পীড়াকালে মাতার ন্যায় আচরণ করিবেন।" স্বামীকে হৃদয়ের সহিত ভালবাসিতে হয়, দেবতার মত্ত ভক্তি ও শ্রদ্ধা করিতে হয় এবং প্রেম ও ভক্তিসহকারে চিরকাল স্বামীসেবারপ ব্রত পালন করিতে হয় । স্বামীর প্রতি ক্রোধ বা অসন্তোষ প্রকাশ করা কোন মতেই ভাৰ্য্যার কৰ্ত্তব্য নহে । বস্তুতঃ যাহারা স্বামীর সেবাকেই জীবনের একমাত্র লক্ষ্য করেন এবং স্বামীর সুখে দুঃখে নিজেও তন্ময় হইয়া তাহার হিতসাধনে প্রবৃত্ত হয়েন, র্তাহারাই নারীজাতির আদর্শস্থানীয়া । সীতা, সাবিত্ৰী, দময়ন্তী, শ্ৰীবৎসপত্নী চিন্তা ও হরিশ্চন্দ্রের পত্নী শৈব্যাপ্রভৃতি এই শ্রেণীর আদর্শরমণী। রাম পিতৃসত্য পালন করিবার জন্য বনগমন করেন ; সতী সাধবী সীতা তাহার অনুগামিনী হইয়া চতুর্দশবৎসর বনে বনে ভ্রমণ, এবং অশেষবিধ কষ্ট ও অত্যাচার সহ করেন। শনির কোপে পড়িয়া রাজা শ্ৰীবৎস রাজ্যভ্রষ্ট এবং বনবাসী হন ; পতিব্ৰতা চিন্তাদেবী র্তাহার অনুগমন করিয়া দীর্ঘকাল পতিসঙ্গে বনবাসক্লেশ সহ করেন। সত্যবানের পত্নী সাবিত্ৰী শ্বাপদসঙ্কুল গহনবনে প্রবেশ করিয়া পতিকে মৃত্যুর করালগ্রাস হইতে রক্ষা করেন। নলপত্নী দময়ন্তী এইরূপে স্বামীর সঙ্গে বনে বনে ভ্রমণ করিয়া স্বামীভক্তির পরাকাষ্ঠা প্রদর্শন করেন। স্বামীকে ঋণদায় হইতে মুক্ত করিবার জন্য হরিশ্চন্দ্রের পত্নী শৈব্যা ব্রাহ্মণভৰনে দাসবৃত্তি অবলম্বন করেন ।