পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮼ নীতি-সন্দর্ভ । আমাদের মধ্যে একদল লোক আছেন যাহারা কেবল অন্যের উপর স্বীয় জীলনভার অর্পণ করিয়া নিশ্চল ও নিশ্চেষ্টভাবে সময় অতিবাহিত করিতে থাকেন। বস্তুতঃ এই আত্মনির্ভরের অভাবই আমাদের অধঃপতনের মূলীভূত কারণ, এবং এই আত্মনির্ভরের সম্ভাববশতই ইংলণ্ডের এত শ্ৰীবৃদ্ধি। আত্মনির্ভর হইতে সহিষ্ণুতা উপজাত হয়, এবং সহিষ্ণুতাই ধৈর্য্য, ক্ষমা প্রভৃতি অন্যান্য সদগুণের আধারস্বরূপা ; সুতরাং আত্মনির্ভর যে উন্নতিলাভের একটা মুখ্যতম কারণ তৎসম্বন্ধে কোন সংশয় নাই । কোটারাজপ্রতিনিধি জালিম সিংহ এই আত্মনির্ভরের বলেই অশেষ বিপদ অতিক্রম করত কোটারাজ্যে নিজ আধিপত্য অক্ষুণ্ণ রাখিতে সক্ষম হইয়াছিলেন। কেহ কেহ দরিদ্রের কুটীরে জন্মগ্রহণ করিয়া এবং অভাবের ক্রোড়ে লালিত হইয়া কেবল আত্মনির্ভরের বলে নানাবিধগুণে বিভূষিত হইয়। জগতে বরণীয় হইয়া গিয়াছেন । আত্মনির্ভরের অভাবে অলসতা আসিয়া হৃদয় মনকে অধিকার করে, এবং এই অলসতা হইতে বিলাসিত উৎপন্ন হয়, যখন এই তিনটীর একত্র সমাবেশ হয়, তখনই অধঃপতন অবশ্বাস্তাবী হইয়া উঠে । যখন “জগদগুরু” আকবর ভারতবর্ষে আপনার আধিপত্য শনৈ: শনৈঃ বিস্তার করিতেছিলেন, তখন মিবারাধিপতি উদয়সিংহ কেবল বিলাস-লালসার পরিতৃপ্তি-সাধনেই ব্যগ্র ছিলেন ; তাহার বিলাসিতা ও অলসতাই চিতোরের অধঃপতনের প্রধান কারণ। শিশোদীয় কুলের যে গৌরব কেহই সমুলে ধ্বংস করিতে পারেন