পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মঠতা । (RS وی به عمه مهمی عهها میم م۔۔ م۔م۔ امیہ۔ م۔م۔ مہا۔ یہیے۔ কোন বিশেষ কারণে ফল লাভ করিতে না পরিলেও কর্তব্যকৰ্ম্ম সম্পাদন করিয়াছি ভাবিয়া আর মনে আত্মগ্রানি উপস্থিত হয় না। আমি নিতান্ত অক্ষম, এইরূপ ভাবিয়াও নিশ্চেষ্ট থাকা কৰ্ত্তব্য নহে ; এইরূপ করিলে কস্মিন-কালেও উন্নতি লাভ করিতে পারিবে না । অসন্দিগ্ধচিত্তে এবং যত্ন ও পরিশ্রমসহকারে কাৰ্য্য করিলে শীঘ্রই হউক বা বিলম্বেই হউক, অবশ্যই তাহার ফল লাভ হইবেক । বালক ও বালিকাগণ । যিনি তোমাদিগকে কৰ্ম্মশক্তি প্রদান করিয়া সংসারে প্রেরণ করিয়াছেন, যদি তোমরা এই শক্তি সৎকৰ্ম্মে প্রয়োগ না কর, তবে তিনি অসন্তুষ্ট হইবেন ; যখন কৰ্ম্ম করিবার জন্যই সর্ববনিয়ন্ত পরমেশ্বর কর্তৃক এই ধরাধামে প্রেরিত হইয়াছ, তখন কৰ্ম্মেই নিজ শক্তি নিয়োজিত কর। যদি তোমরা নিশ্চেষ্ট হুইয়: আলস্তে কালক্ষেপ কর, তবে তোমাদিগকে সর্বত্রই পরাভূত হইতে হইবে। সংশয়শূন্য কৰ্ম্ম-নিরত ধীর ব্যক্তির পথ অনুসরণ কর, অবশ্যই ইহসংসারে সুখে কাল যাপন করিতে পারিবে । শত সহস্ৰ বিঘ্নবিপত্তি আসিয়া উপস্থিত হউক, তাহাতে ক্ৰক্ষেপও করিও না, কৰ্ম্মমূলকে দৃঢ়রপে অবলম্বন কর, অতি দুষ্কর কার্য্যও সহজ বলিয়া বোধ হইবে এবং সময়ে তোমরা কৰ্ম্ম করিতে এত অভ্যস্ত হইয়া উঠিবে যে, আর ক্ষণমাত্রও আলস্যে অতিবাহিত করিতে ইচ্ছা হইবে না । একটুকু অনুসন্ধান করিলেই দেখিতে পাইবে যে, তোমাদের মধ্যেই অনেক মহাত্মা সমস্ত দিন অবিশ্রান্ত পরিশ্রম করিয়া যে