পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Setూ পরিমাণ উন্নতি সাধিত হইয়াছে তাহা মিত্র মহাশয়ের লিখিত বিবরণী হইতে উদ্ভূত করির দিতেছি । ১ । ছন্ত ৰয়ন শিল্প :–বর্তমানে বাংলাদেশে প্রায় ২,১৩,৮৮৬টি হাতে চালানো তাতের কাজ হইতেছে। ইহাদের মধ্যে ফ্লাই-সাটল’ (fly-shuttle) উাতের সংখ্যা ৫৩,১৮৬ । ইহাৱাই প্রায় ৬ কোটী টাকার মাল উৎপাদন করিয়া থাকে। পুরানো ধরণের উাতগুলি হইতে ইহার প্রায় দ্বিগুণ মাল উৎপন্ন করিতে পারে। সুতরাং এই ফাইসাটল স্তাতগুলির প্রচলন করিতে পারিলে বৎসরে কয়েক কোটী টাকা বাচিয়া যায় । হাতে চালানো উতেয় বহুল প্রচলনে দেশীয় মিস্ত্রীদের অল্প-সংস্থানের একটা পথও হয় বটে। ২ । পিত্তল ও কাংস্ত্য-শিল্প :-এই শিল্পে প্রতি বৎসর কয়েক কোটী টাকার জিনিষ প্রস্তুত হইতেছে। কিছুদিন হইল এনামেল ও এ্যালুমিনিয়ামের জিনিষের সন্তাদরে প্রচুর আমদানীতে ইহাদের ব্যবসায়ের কিছু মন্ত্ৰা পড়িয়াছে। শিল্পবিভাগের কর্তৃপক্ষ ইহাদের জগুও কতকগুলি কল তৈয়ারী করিয়া দিয়াছেন। এই কলের সাহায্যে পরিশ্রমেরও অনেকটা লাঘব হয়, আবার অল্প খরচে এক সঙ্গে অনেক মালও উৎপাদন করা যায়। এই সকল ছোট ছোট কল নিৰ্মাণ করার ফলে, কামারের কাজ, ঝিনুকের কাজ, ছাতা তৈয়ারী ও ধানের খোসা ছাড়ানো ইত্যাদি কাজে অনেক উন্নতি হইয়াছে। শিল্প-বিভাগের কর্তৃপক্ষগণ মনে করেন যে, পাটের আঁশ হইতে সুতা তৈয়ার করা, বয়ন এবং রেশম শিল্প প্রভৃতি কুটির-শিল্পের অন্তভুক্ত হইলে ইহাদের কাজ খুবই ভালো চলিবে। স্বতরাং এই দিক দিয়া আমাদের দেশের যুবকদের অনেক কিছুই করিবার আছে। সমস্ত দেশের ভিতরে কুটির-শিল্পের সংগঠন ও তাহাদের পুষ্টসাধন করিতে হইবে। ( ভাণ্ডার, জ্যৈষ্ঠ ১৩৩৫ ) কৃষি-সন্ধান সঞ্জী সার निडाळ नि:नांद्र ७ छर्कश छूभिएउ छूब्र, १८, अब्रश्ब्र यकृछि জন্মাইতে পারিলে উহা শীঘ্রই উর্বর হইয়া উঠে । ভুর জন্মাইয়া শীঘ্ৰ বাহির হইলেই সমস্ত ক্ষেত্র হাল দ্বারা কর্ষণ করতঃ মৃত্তিকার সহিত উত্তমরূপ মিশ্রিত করিয়া দিলে দুই মাসের মধ্যে পচিয়া পরবর্তী শস্যের উপযোগী হইয়া উঠে। ধঞ্চেও উক্তরূপে মৃত্তিকার সহিত পচাইতে হয়। ভূরা ও ধঞ্চে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বপন করিলে ২৩ মাসের মধ্যে কাটিয়া মৃত্তিকাতে মিশাইবার উপযোগী ङ्य़ ॥ চয় জমীতে ধঞ্চের উপকার দামোদর, পদ্মা প্রভৃতি বৃহৎ নদ নদীর বালুকাময় চরে পাঁচ সাত বৎসর ধরিয়া শর, বন-ঝাউ প্রভৃতি গাছ জন্মিয়া কিছু সারবান পদার্থ বালুকার সহিত জমিয়া গেলে, চরগুলি আগু ধান্ত, জই, ঘৰ, সর্ষপ, ' নীল ইত্যাদি ফসল জল্পাইলার উপযুক্ত হয়। এইরূপ পাচ সাত यूरनब्र अष्टभक न कब्रिग्नां क८ब्र शरफेब्र दौञ्ज झिकैiझेब्र निग्न, 4कई বৎসরের মধ্যে বালুকার সহিত সারবাল জৈবিক পদার্থ জমাইয়া লইয়া দ্বিতীয় বৎসর হইতে চরে চাষ চলিতে পারে । रौौछब्रक्री ७ ङांझांब्र छैग्नङि কাহারও বীজ রাখিতে হইলে গাছটি যাহাতে সতেজ, সৰ্ব্বtঙ্গइमब्र ७ कौफ़े-छक्रिठ न दब उ९थछि रिटनव वृटेि ब्रांथिएउ श्र : এ নিমিত্ত ক্ষেত্রন্থ উৎকৃষ্ট গাছগুলি নির্বাচন করিতে বা অপর কোন পরিকৃত সারময় ভূমিতে সেই গাছগুলি জন্মাইতে হইবে। অন্মদেশে বীজার্থ প্রথম ফল গণপতির উদ্দেঙ্গে রক্ষিত হইয় থাকে, বস্তুতঃ ইহা হুনার প্রথা। যে-গাছের বীজ রাখিতে হইবে তাহাতে অধিক ফল ধরিতে দেওয়া উচিৎ নহুে এবং যে ফলগুলি অত্যন্ত বৃহৎ, স্বপুষ্ট ভারবিশিষ্ট ও স্বপক্ষ হইয়াছে তাহাই বীজের জন্য রাবিতে হইবে। উত্তরোত্তর বহুকাল ধরিয়া এই প্রণালী অনুসারে বীজ রক্ষা করিলে বীজের আর অবনতি ঘটে না। ইংরেজীতে ইহাকে পেডিগ্রি (Pedegree System) or of 1 of cota Tits fift on, পত্র বা পুষ্প জন্মে বা মূল উদ্ভিদের মধ্যে যাহার মূল বৃহত্তম বা মিষ্টি বা বিশিষ্ট আকারবান হইবে তাহারই বীজ রাখিলে তছুৎপন্ন গাছ হইতে সেই সেই বিশিষ্ট আকার বা গুণবান জাতির উৎপত্তি সম্ভাবনা । উপযুপরি ১৫২০ বৎসরকাল এইরূপে উৎকৃষ্ট বীজ নির্বাচন ও তত্ত্বৎ বীজোৎপন্ন গাছ হইতে চার জন্মাইতে পারিলে তত্তং বিশেষ গুণ তত্তৎ জাতিতে স্থায়ীভাব ধারণ করে। মানব-ব্যবহার্ব অধুনা এক এক উদ্ভিদের যে বহুপ্রকার ভেদ দৃষ্ট হয়, তাহা এইরূপেই উৎপন্ন হইয়াছে, দীর্ঘকাল ধরিয়া উন্নত ও বিশিষ্ট প্রণালীমতে কৰ্ষিত হইয়া তত্তং বিশেষ গুণ স্থায়ীভাব প্রাপ্ত হইয়াছে এবং ভবিষ্যতে এই প্রকার ষে কত কত নুতন জাতি উৎপন্ন হইবে তাহার নিশ্চয়তা নাই। কলমের সার বৃক্ষাদির গুল কলমের নিমিত্ত নিম্নলিখিত উপায়ে সার প্রস্তুত হইতে পারে। এ টেল মৃত্তিক ১৬, পচা গোময় ৮, ক্ষুত্র মৎস্ত ৪, বালুক ৪, সুহ্মকুটিত নারিকেল ছোবড়া ২ ভাগ, সমস্ত একত্রে মৃৎপাত্রে দুইমাস কাল সামান্ত জল সহযোগে পচাইয়া লইলে কলম বাধিবার উপযুক্ত উত্তম সার প্রস্তুত হয় ; ইহাকে মধ্যে মধ্যে আলোড়ন ও ব্যবহার কালে গাঢ় পঙ্কের মত করিতে হুইবে । আকদের স্বতা প্রস্তুত আকন্দের সুতা বাহির করিতে হইলে. যে-সকল শাখা বেশ সরল দীর্ঘ, অপরিপক্ক ও সবুজ বর্ণ, তাহাই অস্ত্র দ্বারা কাটিয়া এক দিবস কাল বাহিরে শুকাইতে হইবে। পরে শাখাগুলি অল্প অল্প থেতো করিয়া কাষ্ঠ ও উপরকার ত্বকভাগের মধ্যস্থ স্থত ভেণতা অন্ত্র দ্বারা চাচিয়া বাহির করতঃ শুকাইয়া লইলেই বিক্রয়োপযোগী স্থত প্রস্তুত হইল। এই উপায়ে যে স্বত্র উৎপন্ন হইবে, তাহা অতি উৎকৃষ্ট, কিন্তু ইহাতে বিলম্ব ও ব্যয়বাহুল্য ঘটে। শাখা হইতে ছালগুলি ছাড়াইয়া জলে পচাইয়াও সুতা বাহির হইতে পারে। এ উপায়ে প্রস্তুত সূত্র একটু মলিনবর্ণ হয়, স্বল্প বরন-কার্ধ্যের উপযোগী হয় না ; কিন্তু তদ্বারা রশারশি প্রেস্তুতের কার্ধ্য সুন্দর নিম্পন্ন হইতে পারবে। ( কৃষক, বৈশাখ ১৩৩৫ ) আর্ট ও মনোবিকলন এ সময়ে মনোবিজ্ঞানের দিক হইতে জার্টের জন্মকথা লিখিলে তাহা খুব মুখরোচক হইবে বলিয়া মনে হয় না। তবু সময় আসিয়াছে যখন জার্টের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা লেখক ও সমালোচকগণের গোচর