পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88૭ প্রযত্ন বা অর্থব্যয় না করিলেও সমগ্র দেশের চাহিদা উহাতে মিটিয়া যাইতে পারে। এখন কথা হইতেছে, স্বতা কোথা হইতে আসিবে ? এবিষয়ে মাঝে দেশ খুবই পিছনে পড়িয়া গিয়াছিল সত্য। আর ঐ কাজে মজুরী এত কম মিলে যে, যে-সকল স্ত্রী বা পুরুষ অন্ত কাজকর্মের দ্বারা কিছু বেণী উপার্জন করিতে পারে, তাঁহাদের পক্ষে সেই কাজ ত্যাগ করিয়া চরকায় স্থত কাটিতে যাওয়া একেবারে অসম্ভব। তবে দেশের ভিতর এমন লোকের অভাব নাই যাহারা অন্ত কোন কাজই করিতে পারে না, বা করে না, যে-সকল স্ত্রীলোক বিশেষ আর কিছু করে না তাহারা যদি এই অল্পায়াসসাধ্য চরকা ধরিয়া স্থত কাটিতে থাকে তাহা হইলেই সমগ্র দেশের জন্ত যথেষ্ট স্থত উৎপন্ন হইতে পারে। সোজা কথায় এই বিষয়টি বুঝিবার চেষ্টা করা যাউক। যদি একটি স্ত্রীলোক ঘণ্টায় ৩০০ গজ স্থত কাটিতে পারে এবং রোজ ৬ ঘণ্টা করিয়া ঐ কাজে লাগিয়া থাকে তাহা হইলে প্রত্যহ ১৮•• গজ স্থত হইয়া যায়। ধরিয়া লউন উহা সাধারণ ১০ নম্বরের স্বত হইয়াছে ; তাহা হইলে ওজনে ঐ ১৮• • গ জ স্থত ৯ তোলা পর্যস্ত হইবে। * বৎসরের ৩৬৫ দিন অবশ্য একটানা কাজ হয়ত হইবে না। যদি ৩০০ টি দিনও সে ঐ হারে স্থত কাটিয়া যায়, তাহা হইলে বৎসরের ভিতর ৮ তোলা ওজনের ৩৩% সের স্থত প্রস্তুত হইয়া যায়, প্রতি সেরে ৫ গজ করিয়া ধরিলেও উহাতে ১৬৫ গজ কাপড় বুন বাইতে পারে। আজকাল দেশের লোকের কাপড় লাগে মাথা পিছু গড়পড়তা প্রায় ১০ গজ করিয়,তাহা হইলে কমপক্ষে ১৬ জন লোকের কাপড় বুনিবার মতন স্বত • মহাত্মাজী ১৪ অক্টোবর ১৯২৩ তারিখের ইয়ং ইণ্ডিয়ায় যে श्रृंइ cमर्थांश्ब्रां निग्नां८इन टन्नशूनांtग्न श्मिांश कब्रिटश s० नषदब्रद्ध ১৮•• গজ স্থতায় ৮২ তোলা ওজন হয়। ఫిk ఆ ఆ x ) ఆ 을 অর্থাৎ — = ১ ; অর্থাৎ ৩ক = ২৫ তোলা" 7 x ఛెసి ఆ ওক এই হিসাবেও দেখা যায় যে উন্নত বৎসরে ৪৪ ইঞ্চি স্বহরের কাপড় २९० ग्रप्छब्र कभ श्रु न । जर्षीं९ क-४६ cठांला । छांशाउe ১৫ জন লোকের এক বছরের কাপড় হুইয় যাইবে। ~~छद्युअtञ्चों ப 3 வ. s প্রবাসী—আষাঢ়, రి&& [ ২৮শ ভাগ, ১ম খণ্ড একটি স্ত্রীলোক তাহার চরকার কাটিয়া দিল । * আমার এই হিসাবে অত্যুক্তি নাই, কারণ চরকা কাটায় হাত অভ্যন্ত হইয়া গেলে একটি স্ত্রীলোক ঘণ্টায় ৭০০ গজেরও উপর স্থত কাটিতে পারে, অমিতকেবল ৩০০ গঞ্জ ধরিয়াই হিসাব করিলাম, এবং বৎসরে ৬০ দিনের ছুটী ধরিয়া লইলাম। যে কোটি কোটি স্ত্রী পুরুষ আমাদের দেশে দিনে দুইটি বারের আহার পায় না, তাদের দিক দিয়া ভাবিয়া দেখিলে, এই চরকার আয়ই ত সামান্ত নয়। তারপর দেখুন, দেশের মধ্যে শতকরা ৮০ জনই ত কৃষিজীবী বা একমাত্র কৃষির উপরই নির্ভর করিয়া থাকে। কৃষিকার্য্যে আমাদের দেশে বৎসরে ৮০৯০ দিনের অতিরিক্ত থাটিতে হয় না। স্ত্রীলোকের কাজ ত আরো কম। কৃষক তাহার ক্ষেত্র ছাড়িয়া অন্যত্র যাইতে পারে না। কাৰ্য্যের দিনে বরাবরই তাছাকে কিছুনা-কিছু কাজ রোজই করিতে হয়। এইজন্ত গৃহে বসিয়া কৃষক ও কৃষক-পত্নী যথেষ্ট সময় পায়। এ কথা বল হইতেছে না যে, অধিক লাভের কাজ ত্যাগ করিয়া অল্প লাভের চরকা-কাটায় দিন অতিবাহিত করুক। অদ্য কোন লাভের কৰ্ম্ম যখন হাতে না থাকে, তখন - জলিস্যে দিন না কাটাইয়া চরকা ধর। ভারতের অসংখ্য নরনারীকে এই কথা কয়টি অনুধাবন করিয়া দেখিতে হইবে । বহুকালের আলস্য জড়তা ত্যাগ করিয়া তাহারা একবার রুচি পরিবর্তন করিলেই বুঝিতে পারিবে যে, কিছু না করার চেয়ে চরকায় স্থত৷ কাটাই শ্ৰেয়ঃ। * মিল এবং চরকার তুলনায় একথা অবহু ভাবিয়া দেখিতে হইবে যে, একটি কাপড়ের মিল স্থাপন কুরিতে কত্ত অর্থ ব্যয়িত হয় এবং সেই অর্থের কত বড় অংশ প্রারম্ভেই বিদেশে যায়, ও মিল-মালিককে বছর বছর কত টাকা খরচ করিয়া মিল চালানো সম্পর্কে বিদেশের দ্রব্যাদি কিনিয়া লইতে হয়। হিসাব কল্পিয়া দেখা গিয়াছে যে, ঃ তুবা কোথা হইতে আসিবে, সে-বিষয়ে যুক্ত রাজেনবাৰু কথা উত্থাপন করেন নাই। কেবল কৃষক বলিয়া নহে, সাধারণ যে-কোনো গৃহস্থ নিজেদের পরিবারের দরকারী তুলা অনায়াসে আপন জাপন ক্ষেতে উৎপন্ন করিয়া লইতে পারে। যতদিন না এরূপ অবস্থা হইয়া উঠে, ততদিন তুলা কিনিতে হইবে। বিহারে অনেক স্থানে শাদা ভুল এবং স্বাভাবিক গৈরিক বর্ণের কোকুটি ভুল জন্মে। - - -ुछोच्च