পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] - ঘা প্রকাগু আশা বা সৰ্ত্ত ব্যতিরেকে কোন বৈদেশিক শ্রমিকসংঘই ভায়তীয় শ্রমিকদের সাহায্য করে না। বিদেশী শ্রমিকরা নিজের দেশের বা মহাদেশের ধনিকদের সহিত যুদ্ধে জয়ী হইবার জন্ত ভারতীয় শ্রমিকদিগকে ধৰ্ম্মঘটে প্রবৃত্ত ও জয়ী করিতে চায়, শ্রমিক অশ্রমিক সমগ্র ভারতীয় লোকদিগকে তাহারা কেহ স্বাধীন জাতিতে পরিণত দেখিতে চায় না। রুশীয় অর্থ রক্তমাখা বলিয়া তাহা লওয়া উচিত নয়, বলা হইয়াছে। কিন্তু বিদেশীর রক্তপাত না করিয়া পাশ্চাত্য কোন জাতি ঐশ্বৰ্য্যশালী হইয়াছে বলিয়া আমরা অবগত নহি । সুতরাং রক্তমাগ টাকা না লইতে হইলে বিলাত হইতে আগত টাকাও না-লওয়া উচিত। রুশীয়দের অর্থসাহায্যদান সম্বন্ধে একটা কথা সকলে জানেন না বলিয়া নীচে তাহ মুদ্রিত করিতেছি । অন্ত দেশে সাহায্য প্রেরণ সম্বন্ধে লেনিনের কতকগুলি নীতি ও উদেশ্ব ছিল। তাঙ্গার কতকগুলি মার্চ মাসের চাইনীজ ề cU #{xishcs(The Chinese Students Monthly তে) প্রকাশিত হইয়াছে। তাহার দুটি তুলিয়া দিতেছি। “It is necessary to combat the Pan-Islam and Pan-Asiatic and similar tendencies, which strive to combine the struggle, against European and American imperialism with the growing power of Turkish and Japanese imperialism, of the nobility, large land-lords, the priesthood, etc. 歌 “It is the duty of the Communist International to support - the revolutionary movements in colonies and backward, countries only for the purpose of enabling the elements , of future proletarian parties. Communistic not only in name, in all backward countries, to, be grouped, and trained to recognize their special tasks of fighting the bourgeois democratic, movement in each country. The Communist International must enter into., temporary agreements and , even alliances with the bourgeois democracy in colonies and backward conntries, but must not merge with it, bnt preserve the absolute independence of the proletarian movement, even in its most rudiméntary form.” বকরীদের রক্তপাত এবারেও বকরীদে মানুষের রক্তপাত হইয়াছে। তবে বেশী জাগায় হয় নাই। তাহাতে হিন্দু মুসলমান ও পুলিসের ঈশ্বর প্রীত হইয়াছেন কি না, তাহা তাহারা ভাৰিয়া দেখিবেন। র্যাহাঁদের ঈশ্বর পশুবলি চান ও ७ोश्iप्ड जख्छे श्न, छिनि भन्नुषाबगिप्ठ अधिक जरुले হইয়াছেন কি ? কারণ মানুষ র্তাহার স্বই শ্রেষ্ঠ জীব। যাহার গোরক্তপাত নিবারণের জন্ত নিজেদের ও অন্ত মহিষদের প্রাণকে তুচ্ছ করেন, তাহাণের মতে নিশ্চয়ই “गाठूष cणांक्रद्र ८ल्लग्न निङ्ठे चौद", देशहे छेषं८ब्रब्र বিবিধ প্রসঙ্গ—ডাকের চিঠি খোলা AAAAAS SAASAASAASAASAASAAMAeMMAAAS উপদেশ। অতএব গোরুর প্রাণ রক্ষা করিতে গিয়া মানুষের প্রাণহানিতে র্তাহাদেরও ঈশ্বর সন্তুষ্ট হইয়াছেন কিনা বিবেচ্য। পুলিসের ঈশ্বর গোরু ও মানুষ উভয়েরই রক্তপাতে সন্তুষ্ট হুইয়াছেন কিনা জানি না। বার দোলীর রায়ৎগণ বারদোলীর রায়ৎগণ প্রতিজ্ঞা করিয়াছিল, যে, তাহার বৰ্দ্ধিত-হারে সরকারী খাজনা দিবে না। তাহার। আযালবৃদ্ধ বনিত দীর্ঘকাল ধরিয়া অসাধারণ সাহস, ধৈৰ্য্য ও অহিংসতা সহকারে, সৰ্ব্বস্বাস্ত হইয়া ও সরকারী পাঠান ভূত্যদের অত্যাচার সহ করিয়া আপনাদের প্রতিজ্ঞা রক্ষা করিতেছে। তাছাদের সাহায্যাৰ্থ অনেকে টাকা দিতেছেন ; অনেকে রায়ৎদের সাহায্য করিতে গিয়া জেলে গিয়াছেন। বারদোলী তালুকের অনেক সরকারী কৰ্ম্মচারীই সরকারী নীতির প্রতিবাদস্বরূপ চাকরী ছাড়িয়া দিয়াছেন। বোম্বাই ব্যবস্থাপক সভার দশজন সভ্যও প্রতিবাদস্বরূপ ইস্তফা দিয়া আবার নিৰ্ব্বাচনপ্রার্থ হইয়াছেন। বারদোলী ভারতব্যাপী অহিংস প্রতিরোধ প্রচেষ্টার পথপ্রদর্শক । ডাকের চিঠি খোলা শ্ৰীমতী এনি বেশাল্ট অভিযোগ করিয়াছিলেন ও প্রমাণ করিয়াছেন, যে, গবন্মেণ্ট তাহার কোন কোন চিঠি খুলিয়া পড়িয় বিলম্বে বিলি করেন, কখন বা বিলি না করিয়া নষ্ট করেন। শ্ৰীমতী খ্যাতিপ্রতিপত্তিশালিনী, সুতরাং তাহার এই অভিযোগ বিস্তর কাগজে আলোচিত হইতেছে। তাহার ফলে চিঠি-শোলা রীতিটা পরিত্যক্ত হইবে না-খুব বেশী যদি কিছু হয় ত কেবল তাহার চিঠি সম্বন্ধে বিশেষ সাবধানতা অবলম্বিত হইবে। কেন না, গংষ্মেণ্টের কাছে সুবিবেচনা ও দ্যায়সঙ্গত ব্যবহার পাইবার এক উপায় তাহাকে খুব বেশীরকম হায়রান ও অপদস্থ করিবার ক্ষমতা ; তাহ৷ শ্ৰীমতীর আছে। আমাদের তাহা না থাকায়, যদিও দীর্ঘকাল হইতে আমরা কাহারও কাহারও বিদেশী চিঠি ও লেখা বিলম্বে পাই, তথাপি অভিযোগ করি না। একটি দৃষ্টান্ত দিতেছি। ভারতবন্ধু সাওরেল্যাও সাহেব আমাদিগকে ৩রা এপ্রিল তারিখে চিঠি লেখেন, যে, তিনি ঐ তারিখে আমাদিগকে রেজিষ্টর করিয়া একখানি পুস্তকের সমগ্র হস্তলিপি পাঠইয়াছেন। তাহার চিঠি আমরা ২৯শে এপ্রিল পাই। কিন্তু বইখানি পাই ১৪ই মে তারিখে, অর্থাৎ পনর দিন .পরে। উহা দেখিয়াই বুঝিয়াছিলাম,যে, উহার মোড়কের সীল ভাঙ্গিয়া উহা খুলিয়া দেখা হইয়াছে, এবং পুনৰ্ব্বার বাধিরা সীলের সব জায়গায় গাল লাগাইয়া দেওয়া হইয়াছে।