পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by ব্যবস্থা না করিলে এই সকল অমূল্য শিল্পসম্ভার নষ্ট হইবার এবং বিদেশে চলিয়া যাইবার সম্পূর্ণ সম্ভাবনা। বর্তমানে عة. মূল্যে চিন্তামণি বিক্রয় করিতে প্রস্তুত। এতদিন ক্ষেত৷ ছিল না, কিন্তু এ স্থানের শিল্প-সমৃদ্ধির বিবরণ প্রকাশের DD DBBBB BBBBB BBBD DDD DB BB BBB BB BBBB BBB BBB SBBBBS পরভৃতিক ঐ সীতা দেবী ( ७२ ) কৃষ্ণুরি চিঠির উত্তরে বিদ্যুৎ লিখিয়াছিল, সে রেঞ্জন আসিতে রাজী আছে, কারণ অর্থের তাহার একান্তই দরকার। কৃষ্ণ যে বাড়ীতে থাকিতে পারিয়াছে, সেখানে থাকিতে তাহার কোনোই আপত্তি হইতে পারে না। তবে সে ত, কৃষ্ণার মত, নামে মাত্র খ্ৰীষ্টান নয়। খ্ৰীষ্টধৰ্ম্মে সে বিশ্বাস করে, এবং গির্জায় যায়, বাইবেল পড়ে, বড় দিনে এবং ঈষ্টারে উৎসব করে। এ সকলে যদি গৃহকর্তা এবং গৃহিণী কোনো আপত্তি না করেন, তাহা হইলে সে এখানকার কাজে নোটিশ’ দিয়া ঘাইঘার জন্ত প্রস্তুত হইতে পারে। কৃষ্ণাকে অবগু তাহার পালিকা মাত রীতিমত খ্ৰীষ্টান করিতে চেষ্টার ক্রট করেন নাই। কিন্তু বছর ষোলো বয়স হইবার পর, তাহাকে আর তিনি কিছুতেই বাগ মানাইতে পারেন নাই, সে আপন ইচ্ছা মতই চলিয়াছে। অবগু পরিচয় দিবার সময় সে নিজেকে খ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বিনী বলিয়াই বলিত, কারণ আর কোনো ধৰ্ম্মে সে দীক্ষা গ্রহণ করে নাই। কাৰ্য্যতঃ কিন্তু তাহাকে খ্ৰীষ্টান বলিয়া চিনিবার কোনো উপায়ই ছিল না। গৃহিণী এজন্ত তাহার উপর খুব সন্তুষ্ট ছিলেন। রেঙন ছাড়িয়া যাইবার ইচ্ছাটা কৃষ্ণার মনে ক্রমেই প্রবল হইয়া উঠিতেছিল। কাজেই বিদ্যুতের চিঠি পাইয়া তাহার মনের উপর হইতে একটা যেন বোঝা নামির cगंग। ७श्वन शृंहिनै ब्रांजौ इहेtगहे इछ । ठांश इहेरण কৃষ্ণ নিশ্চিন্তমনে নিজের পোটল-পুটী বাধিতে বলিতে পারে। সুতরাং সে আর দেরি না করিয়া ব্যাপারটা চুকাইয়া ফেলিবার জন্য গৃহিণীর সন্ধানে চলিল। তিনি তখন চশমা পরিয়া উলের বুদানী লষ্টয়া বসিয়া ছিলেন। শেলাইয়ের ভিতর এই কাজটিমাত্র তাহার পছন্দ এবং অভ্যস্ত ছিল। কাজেই উলের মোজা, বেনিয়ান পরিবার মত ছেলেমেয়ে বা নাতি-নীতিনী ঘবে না থাক! সত্ত্বেও তিনি মাসে অন্ততঃ দশবারে জোড়া মোঙ্গ এ1ং গুটপাচছয় বেনিয়ান বুনিয়া ফেলিঙেন। এগুলি কাজে লাগিত দেশের যত দরিদ্র আত্মীয়-কুটুম্বের ছেলেমেয়ের এবং এখানকার যত বন্ধুবান্ধবদের শিশুবাহিনীর। কৃষ্ণাকে চিঠি হাতে করিয়া ঢুকিতে দেখিয়া গৃহিনী বলিলেন, “কি গো মা লক্ষ্মী ?” _ কৃষ্ণ বলিল, “আমার যে বন্ধুটির কথা জাপনাকে বলেছিলাম, সেই চিঠি লিখেছে। সে আসতে রাজী আছে যদি খ্ৰীষ্টান ব'লে আপনাদের কোনো আপত্তি না থাকে।” গৃহিণী বলিলেন, "ওম, সে আবার নূতন ক’রে বলতে হবে না কি ? তোমার বেলায় যখন কোনো আপত্তি করিনি, তখন তার বেলাই বা করতে যাব কেন ? অাজকালকার দিনে কি আর অত গোড়ামী করলে চলে ?” কৃষ্ণ হাসিয়া বলিল, “আমি নামে খ্ৰীষ্টান হ’লেও, কাজে ত আমার কোনোই বালাই নেই। সে কিন্তু গির্জায় যাবে, বাইবেল পড়বে, এ সব আপনাদের কেমন णांशtद ठl ठ छांनेि न, ठाँझे जांt*न्न ८ष८क cखप्न cन७ब्राँ ভাল।” গৃহিণী মিনিট খানিক ভাৰিয়া লইয়া বলিলেন, "তা