পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬


س--

আছে—এ-সংসারে তামাক ধরার জন্ত আত্মধিক্কার আছে—বিজ্ঞান মাজেরই—বিশেয করিয়া মনস্তত্ত্বের एवंॉक्ष कांभन! अf८छ्••• বলিতেছেন—"ভড়ংয়ের যেন যুগ পড়ে গেছে— cझटल उ वांभिe याश्रु क८ब्रक्लि-७कफै। चांश छै। নয়---* প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৮ SMMMS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS [ ৩১শ ভাগ, ২য় খণ্ড - **---------------------------- ম। শেব করিতে দিলেন না ; আমার দিকে চাহিয়া ছিলেন, মুখটা বিরক্ত ভাবে ঘুরাইয়া লইয়া ঝাঝিয়। বলিলেন--"ছাই মানুষ ক’রেছ—আর বড়াই করতে হবে না • • •* শিশু মনস্তত্বমূলক সাতখানি নামজাদা পুস্তকের গ্রাহকের জন্ত ‘ষ্টেটসম্যানে বিজ্ঞাপন দিয়া দিয়াছি। সেকালের কলিকাতা শ্ৰীহরিহর শেঠ জব চাণক্‌ নামক ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর এক কৰ্ম্মচারী খ্ৰীষ্টাব্দের ২৪শে আগষ্ট সন্ধ্যার প্রাক্কালে নৌকাযোগে স্থতাকুটীর ঘাটে আসিয়া উপস্থিত হন। তিনি পূৰ্ব্বে আরও দুইবার আসিয়া ছিলেন । তিনিই বৰ্ত্তমান কলিকাতার প্রাণপ্রতিষ্ঠাতা। যে সময় তিনি আগমন করেন তখন মজুমদার বংশীয় বিদ্যাধর রায় চৌধুরীর জায়গীরের মধ্যে স্বভাল্পটি, গোবিন্দপুর ও কলিকাতা গ্রাম তিনটি ছিল । খ্ৰীষ্টাব্দে সম্রাট আলমগীরের পৌত্ৰ আজিম-উশ-শান-এর নিকট হইতে ঈষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর ষোল হাজার টাকায় উহা খরিদ করেন। তখন তিনটি গ্রামের পরিমাণ ছিল মোট ৫,০৭৭ বিঘা। প্রথম প্রথম কোম্পানীকে মোগল সরকারে ১২৮১॥• খাজনা দিতে হইড । কোম্পানী যখন প্রথম এথানে আসেন, তখন শেঠ, বসাক ও মজুমদার উপাধিভূষিত বেহুলার সাবর্ণ চৌধুরীরাই এখানকার প্রসিদ্ধ লোক ছিলেন। শেঠ বসাকরাই এখানকার প্রাচীনতম অধিবাণী, ষোড়শ শতাব্দীতে সপ্তগ্রাম হইতে আসিয়া তাহার। সুতানুটীতে বাসস্থাপন করেন। স্থতামুটার হাট পত্তন তাহীদের দ্বারাই হয় । চার্লকের এ স্থান মনোনীত করার অন্যতম কারণ এই শেঠেদের সহিত ব্যবসা-সম্পর্ক স্থাপন । ১৬৯ e ჯჯ9abr প্রথম কিছুকাল কোম্পানীর সমগু কৰ্ম্মচারীর থাকিবার মত আবাস-গৃহ ছিল না। যাহা ছিল তাহ কতিপয় সামান্ত মাটির ঘর। পাকাবাড়ির মধ্যে তথন ছিল একখানি বৰ্ত্তমান লালদীঘির ধারে মজুমদারদের কাছারি বাড়ি, অপরখানি ‘মাস্ হাউস’--- পোৰ্ত্ত গীজদের প্রার্থনা-গৃহ। এই প্রথমোক্ত বাড়িখানি ভাড়া লইয়া কোম্পানী প্রথম তাছাদের সেরেস্তার খাতাপত্র রাপিতেন। তখন অধিকাংশ কৰ্ম্মচারীদের গুহাভাবে তাবুর মধ্যে বা গঙ্গাবক্ষে বোটের উপর বাস করিতে হইত। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে থাস কলিকাতায় ভদ্রাসন জমি ছিল মোট ২৪৮ বিধা ৬ কাঠ, ধান জমি ৪৮৪ বিঘ। ১৭ কাঠা, অবশিষ্ট পতিত জমি ও জঙ্গলবাদ বগান ও তামাকের চাষ, তুলার চাষ, খামার জমি, বাশঝাড় প্রভৃতিতে পূর্ণ ছিল। প্রথম প্রথম কলিকাতায় জমি বিলি হুইত প্রতি বিঘা ॥• হইতে A- আনা; তৎপরে হার এইরূপ বৰ্দ্ধিত হয়-ভদ্রাসনবাটী ২২ হইতে ২॥•, ধান জমি ১২, সবঙ্গী ক্ষেত্র ১॥•, পানের বোরোজ ৩, তামাকের চাষ ২২, বাগান ১ue, কলাবাগান ২২. বঁাশ ঝাড় ২২, छ्नडूमि-०९ छैॉक । ১৭৯২ খ্ৰীষ্টাব্দে কলিকাতায় ২টি রাস্তা, ২টি গলি,