পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—দেরাদুনে সামরিক শিক্ষার পিত্তিরক্ষা b-brసి বঙ্গে বহু পরিমাণে উৎপন্ন হয়। বঙ্গের জমীতে আরও নানা রকম জিনিষ জন্মে। কিন্তু তথাপি বাঙালীকে উচ্চতম কৃষি শিখাইবার কোন ব্যবস্থা নাই। সাধারণ রকম শিক্ষা দিবার বন্দোবস্তই বা কি আছে ? মহাত্মা গান্ধী জেলে কি পড়েন ਸ਼ਚੈ। গান্ধী জেলে বিদেশী কি কি বহি পড়েন বা পড়িতে চান এবং দৈনিক কাগজ কি কি পড়েন, তাহার খবর নানা কাগজে বাহির হইয়াছে । কিন্তু তিনি যে রবীন্দ্র-জয়ন্তীতে রবীন্দ্রনাথকে উৎসর্গীকৃত দেশী "গোল্ডেন বুক অব টাগোর” আগ্রহ সহকারে চাহিয়া লইয় পাইবামাত্র দুই ঘণ্টা ধরিয়া পড়িয়াছেন, এবং তাহার অনুরোধক্রমে প্রেরিত মডার্ণ রিভিউ পত্রিকা পাঠ করেন, এই সংবাদ দুটি মডার্ণ রিভিউ কাগজে বাহির হইবার পর অন্য কোন কাগজ তাহা গ্রহণ করেন নাই । বলা বাহুল্য, অন্য কোন সম্পাদককে খবর দুটি ছাপিতে নিষেধ করা হয় নাই। একখানি বাংলা দৈনিক মডান" রিভিউ হইতে নিউ ইয়র্কের ও জেনিভার ভারতবর্ষ সম্বন্ধীয় দুটি সংবাদ লইয়াছেন, কিন্তু রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী ও মডান রিভিউ সম্বন্ধীয় খবরগুলি গ্রহণ করেন নাই ! মহাত্মাজী প্রবাসীর সম্পাদককে যে তিনটি চিঠি লিখিয়াছেন, তাহার একটিতে আছে, “My love t Gurudev when, you meet him," "গুরুবের" রবীন্দ্রনাথের) সন্ধিত যখন দেখা ಘೀ ..o. আমার fj छानाङ्ग्रेट्दन ।” চিঠি দি " ফটোগ্রামোচ্চের মুঙ্গণ রিভিউ কাগজে ছপা কঁঠুছ। g বিনামূল্যে বিজ্ঞাপন মাঘের প্রবাসীতে লিখিত আমাদের অঙ্গীকার অল্পসারে আমরা ফাঙ্কনের কাগজে কয়েকটি বিজ্ঞাপন বিনামূল্যে ছাপিয়াছিলাম, এমাসেও ছাপিলাম। আমাদের অভিপ্রায় বিজ্ঞাপনদাতারা ঠিক বুঝিতে পারেন নাই। বিদেশ হইতে কারখানা-জাত যেসব জিনিষ বঙ্গে আসিয়া থাকে, সেই রকম কোন জিনিষ বাঙালীর মূলধনে বাঙালীর শ্রম ও নৈপুণ্যে আমাদের দেশে প্রস্তুত হইলে আমরা তাহার বিজ্ঞাপন পাচ পংক্তি করিয়া আপাততঃ দুই মাস ছাপিতে চাহিয়াছিলাম। যতগুলি বিজ্ঞাপন-জুলিয়াছিল, সবগুলি আমাদের অভিপ্রায়ের অন্তরূপ না হইলেও আমরা প্রতিশ্রুতি রক্ষার জন্য সবগুলিই ছাপিয়াছি। দেরাদুনে সামরিক শিক্ষার পিভিরক্ষা পয়ত্ৰিশ কোটি লোকের বাসভূমি ভারতবর্ষের জন্ত দেরাদুনে একটিযুদ্ধশিক্ষার কলেজ স্থাপিত হইয়াছে। আগামী অক্টোবর মাস হইতে ইহার কাজ আরম্ভ হইবে। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করিয়া তাহার পর তাহাতে উত্তীর্ণ প্রবেশার্থীদিগের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হইবে। ইহাতে যাহারা উত্তীর্ণ হইবে, তাহাঁদের প্রথম বারো জনকে কলেজে ভৰ্ত্তি করা হইবে, এবং তা ছাড়া আরও তিন জনকে লওয়া হইবে। ভৰ্ত্তি হইবার দরখাস্তু পড়িয়াছে আট শত, যদিও প্রত্যেক ছাত্রের তিন বৎসরের শিক্ষার ব্যয় হইবে মোট ৪৬০০ টাকা । দরখাস্তের আধিক্য হইতে অন্ততঃ দুটা কথা প্রমাণিত হয়। প্রথম, যুবকদের মধ্যে যুদ্ধ শিখিবার লোকের মোটেই অভাব নাই ; দ্বিতীয়, ভদ্র শ্রেণীর লোকদের মধ্যে বেকার-সমস্তা এমন সঙ্গীন হইয়াছে, যে, তিন বৎসরের বহুব্যয়সাধ্য কঠিন শিক্ষার পর ১৫টি কাজের জন্য এত ছাত্র ব্যগ্র । ভারতবর্ষের সৈন্যদলের সর্বোচ্চ নেতৃত্ব এবং তাহার নীচের ক্রমনিম্ন নেতৃত্ব র্যাহারা করেন, তাহাদের ইংলণ্ডের #Tws of losa ( King's Commission ) witt 1 ইহাদের সংখ্যা গোল টেবিল বৈঠকের ডিফেন্স সব-কমিটির মতে ৩১৪১, ভারতীয় সামরিক কলেজ কমিটিকে প্রদত্ত তথ্য অনুসারে ৩২••, স্বীন কমিটির মতে ৩৬০ •, এবং শে (shea) কমিটির মতে ৬৮৬৪ । কোন সংখ্যাটি टैिंकू छानि না। এই সকল রাজ-কমিশন-প্রাপ্ত কৰ্মচারীর অধিকাংশ ইংরেজ। ভারতীয় যুবকদিগকে যুদ্ধশিক্ষা দিয়া ক্রমে ক্রমে সব পদগুলিতেই ভারতীয় কৰ্ম্মচারী নিযুক্ত করা