পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

``` মণিবন্ধে সজোরে আঘাত করিয়া নিজ দক্ষিণ হস্ত মুক্ত করিা লইবে এবং তুরন্তে বাম হস্ত দ্বারা অসি-ধারীর দক্ষিণ হস্ত সজোরে প্রতিরোধ করিয়া যষ্টির পশ্চাৎ-বিন্দু দ্বারা অসি-ধারীর নিম্ন হতুর তলদেশে (“জনকদানে” ) যথ। অষ্টবিংশ চিত্রে । সজোরে আঘাত করিবে । ২৮শ বিনোদ অসি-ধারীর পুনঃপ্রতিকার, প্রতিকার খেতু বিনোদ-প্রয়োগ-কারীর পূর্ববর্ণনাতুরূপ প্রক্রিয়ার প্রারম্ভের সঙ্গে-সঙ্গেই অসি-ধারী তুরস্তে বাম হস্ত দ্বারা বিনোদ-প্রয়োগ-কারীর দক্ষিণ হস্ত-পৃষ্ঠে সজোরে আঘাত করিয়া বামপদ পশ্চাৎ দিকে পূর্ণমাত্রায় বিক্ষেপ ২৯শ বিনোদ * প্রবাসী—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড । করিয়া অসি দ্বারা বিনোদ-প্রয়োগ-কারীকে মন্তক, প্রভৃতিতে আঘাতের উপক্রম করিবে। যথা উন্নত্রিংশ চিত্রে । নিষ্কৃতি হেতু বিনোদ-প্রয়োগ-কারী নিজ বাম হস্ত দ্বারা অসি-ধারীর বাম হস্তে সজোরে আঘাত করিয়া নিজ দক্ষিণ হস্ত মুক্ত করিয়া লইবে এবং ঈষং দক্ষিণাবৰ্ত্তে ঘুরিয় প্রতিপক্ষের সম্মুখীন হইয় পড়িবে। নবম পাঠ - "আনি"প্রভৃতির আক্রমণে বিনোদ-প্রয়োগ-কারী ঈষৎ “অবনমন" সহ দক্ষিণ "বেতসী’তে “জামু-বিজানু” গতি দ্বারা অগ্রসর হইয়া দক্ষিণ পদ সম্মুখে পূর্ণমাত্রায় বিক্ষেপ করিয তুরস্তে বাম হস্ত দ্বারা অসিধারীর গলদেশ আক্রমণ কবিবে এবং সঙ্গে-সঙ্গেই যষ্টির পশ্চাংবিন্দু দ্বারা “স্তনমূল” “স্তনরোহিত” কিম্বা “হৃদয়" মৰ্ম্মে আঘাত করিবে। যথা ত্রিংশ চিত্রে । ৩•শ বিনোদ প্রতিকার হেতু অসি-ধারী তুরস্তে বাম হস্ত দ্বারা বিনোদ-প্রয়োগ-কারীর বাম মণিবন্ধে সজোরে আঘাত করিয়া নিজেকে মুক্ত করিয়া লইবে এবং তুরস্তে দক্ষিণাবৰ্ত্তে ঘুরিয়া বিনোদ-প্রয়োগ-কারীর দক্ষিণ পার্শ্ব আক্রমণ করিবে । নিষ্কৃতি হেতু বিনোদ-প্রয়োগকারীও তুরস্তে দক্ষিণাবৰ্ত্তে অৰ্দ্ধেক ঘুরিয়া অসি-ধারীর সম্মুখীন হইয়া পড়িবে। "