পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] : AMAMAMMAAA AAAA S AAAAAMAAA S AAAAS AAAASS শিল্পটির দ্বারা বছলোক প্রতিপালিত এবং শিক্ষিত হইবে। ১৯২১ সালের সেন্সস অনুসারে এ-জেলায় কয়লার খনির সংখ্যা দুটি ; তাহাতে মোট ৫৩ জন লোক কাজ করে। স্বতরাং খনি দুটি ছোট। এ-জেলায় অন্যান্য খনিজগ্রব্যও আছে, কিন্তু তাহা কাজে লাগাইবার কোন আয়োজনের উল্লেখ নাই। ছুতারের কারখানা ১টি, পিতলের বসনের কারখানা ২টি, চাল প্রস্তুত করিবার কুল ২টি প্রভৃতির উল্লেখ আছে। সব রকম কারখানায় মোট ৪৫১ জন পুরুষ ও স্ত্রীলোক কাজ করে। ইহা খুব কম। নিজের নিজের সহরে বা গ্রামে থাকিয়াই যাহাতে অধিকাংশ লোক কোন না কোন শিল্পের কাজ করিতে পারে, এরূপ বন্দোবস্তই প্রার্থনীয়। “বিষ্ণুপুর শিল্পবিদ্যালয়” । - আধুনিক উন্নত প্রণালীতে কোন কোন রকমের শিল্প বাঁকুড়ার উন্নতি ১২৫ নিমিতরূপে শিখাইবার চেষ্টা "বিষ্ণুপুর-শাবিদ্যালয়হইতেছে । శ్చ • बईमान आहे विमाणप्न मांशद्रन अवर७छ जबब बक्रम, फूगांद्र স্বতা ও রেশমীস্থত রংএর এবং সূত্রধরের কায্যে দেশীয় এবং আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রাদির সাহায্যে উন্নত প্রণালীতে শিক্ষা দেওয়া হয় । শীঘ্রই লোহার, পিতলের ও টিনের কারখানা খোলা হইবে। সেখানেও উপযুক্ত প্রণালীতে শিক্ষা দেওয়ার ব্যবস্থ হইবে। নিরক্ষর ছুতার তত্তবায় ও অষ্ঠাষ্ঠ শিক্ষি৬ অশিক্ষিত ভদ্রলোক ছাত্র-এই দুই শ্রেণীর ছাত্রই ভৰ্ত্তি করা হয়। নিরক্ষয় ছাত্রদিগকে কার্যোপযোগী বাঙ্গাল। লেখাপড়া ও অন্ধ শিখাইরা লওৱা হয়। স্কুলে প্রতি বিভাগে এক বৎসর কষ্য শিক্ষা করিতে হইবে। কোন ছাত্র. ইচ্ছা করিলে এক বিভাগের কার্য শেষ করির জন্ত বিভাগে ভর্তি হইতে পারে। স্কুলে বৰ্ত্তমানে কোন মাসিক বেতন দিতে হয় না। তবে ভর্তি হইবার সময় “কগুন ফি” বাৰত ৫ টাঙ্গ জমা দিতে হয়। স্কুলের ধনুৰ্ধ শেষ হইলে ছাত্র এই টাকা ফেরৎ পাইবেন। স্কুলের সন্নিকটেই ছাত্রাবাস আছে। छांबtषांcम षांकिबांद्र ८कांन छांप्ल भिष्ठ इंग्ने नां । जछ भग्नक भांनिक ৮ আট টাকা মাত্র । স্কুলের শিক্ষক ছাত্রাবাসে থাকেন। ছেলেদের তত্ত্বাবধানের বেশ স্ববন্দোবস্ত আছে । স্কুলের ছাত্রের যে-সব জিনিষ তৈয়ার করিবেন, তাহার আবশ্বক দ্রব্যাদি স্কুল হইতে দেওয়া হয়। জিনি বিক্রয় হইলে ছাত্র লভাশের দুই-তৃতীয়াংশ এবং স্কুল-কমিটি একতৃতীয়াংশ পাইবেন। যতদুর দেখা যায় পরিশ্রমী ও অধ্যবসায়ী ছাত্র দুই মাসের পথেষ্ট নিজের পাই-পরচ নিজেই রোজগার করিতে সক্ষম বিষ্ণুপুর টেক্‌মিক্যাল ज्वलन करङ्गक्छम सङव्रथी बासि ,