পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৬ সমূহে ইহা অতি স্বপ্রাপ্য পদার্থ। তবে অধিকাংশ ক্ষেত্রে এরূপ ক্ষুদ্র খণ্ডে বিভক্ত ই ঈয় থাকে, যে, উহার কোনওরূপ কাৰ্য্যকর ব্যবহার অসম্ভব । আগ্নেয় প্রস্তরমধ্যে পেগমাটাইট প্রস্তরেই অভ্র স্থল ভাবে পাওয়া যায়। ভূগর্ভস্থ প্রচণ্ড উত্তাপে দ্রবীভূত প্রস্তররাশি কোনপ্রকারে পৃথিবীর উপরিভাগে অসিলে, ক্রমশঃ শীতল হইয়। কঠিন আগ্নেয় প্রস্তরস্তররূপ ধারণ করে। গলিত প্রস্তর অসংখ্যপ্রকার পদার্থের মিশ্রিত সমষ্টি-মাত্র । উহ! যখন ক্রমশঃ শীতল হইতে থাকে, তখন ক্রমে ক্রমে মিশ্রিত পদার্থগুলি দ্রবের মধ্য হইতে পৃথক্ হইতে থাকে। যেমন উত্তপ্ত জলে প্রচুর পরিমাণে সোর বা ফট্‌কিরি দ্রবীভূত করিয়৷ জল শীতল করিলে, স্ফটিকাকার সোর প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড পেগ মাটাইটু প্রস্তর এইরূপ অতি মন্দ গতিতে কঠিন প্রস্তরে পরিণত হয় । স্বতরাং পরীক্ষা করিয়া দেখিলে উচ্ছ যে বিভিন্ন স্ফটিক পদার্থ সকলের সমষ্টিমাত্র, তাহ। স্পষ্টই প্রকাশ পায় । এই সমষ্টির প্রধান উপাদান কার্টজ, ( quartz) 8 coif; ( feldspar ) এবং অল্পষঙ্গিক কয়েকটি অন্য পদার্থের সহিত অভ্র । অভ্রের সহিত প্রধানতঃ ফেল্ড স্পার, চীনামাটি, কার্টজ, তামৃঢ়, আপাটাইট, তুৰ্ম্মলী এবং বেরিল থাকে। কখনও কখনও অন্য অনেক দুষ্পাপ্য খনিজ,—যথা— রেডিয়ম্ ধাতুর আকরিক আধার পিচব্লেণ্ড,—ইত্যাদিও থাকে । g - - - VŲ 份心 - مع " " - 1 لم المسصة t ; - $3. 3: gq4. - ്.ു.: % ) (જન્મજાવ્ય)

  • {హై

ot. l )oceeس.pدعوه F.ه«ميرومr( বিকৃত ফেশুসর বাংx حول قمعية ) বিষ্ঠার অঞ্চলের অভ্রথলির লম্বভাবে ছেদের নক্স। [ লেখককর্তৃক অঙ্কিত কল্পিত চিত্র । ] বা ফট্‌কিরি পৃথক হইতে থাকে, গলিত প্রস্থর-মধ্যে দ্রবীভূত এইসকল পদার্থও সেইরূপে পুথক হইতে থাকে । উগুপ্ত প্রস্তর দ্রব সহসা শীতল গুইয়া গেলে এইসকল স্ফটিক বস্তু অতি সূক্ষ্ম ভাব ধারণ করে । প্রস্ত রদ্রব যতই ধীরে ধীরে শীতল হয়, ভস্মধ্যস্থ স্ফটিক বস্তুসকল ততই স্থল এবং বৃহৎ আকার ধারণ করিয়া পৃথক্ হয় । যেসকল স্থানে পেগ নাটাইট, স্তর গ্রীস্ ( guess ) ব। মাইকা শিষ্ট ( nica schist ) ভেদ করিয়া গিয়াছে, সেই স্থলেই অভ্রের লাভজনক খনি থাকা সম্ভব । আমাদের দেশ অভ্রের জন্য প্রসিদ্ধ। পৃথিবীতে যত উৎকৃষ্ট অভ্র ব্যবহৃত হয়, তাহার তিন চতুর্থাংশ ভারত বর্ষের প্রদত্ত ।