পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৬ প্রবাসী—ভাদ্র, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড মাদোনা দেল সাসেী—লোকানে । এই হিসারে বলিব, যুবক ভারতে প্রকৃতি-পূজার স্বত্রপাত হইয়াছে। এই-সঙ্গে একট অভাব মনে পড়িতেছে। ভারতীয় চিত্র-শিল্পীরা এখনো কোনো ভারতীয় প্রাকৃতিক সৌন্দর্ঘ্যকে নরনারীর চোখের সম্মুখে আনিয়া ধরিতে পারেন নাই। মুকুমার শিল্পের ওস্তাদগণের নিকট ভারতবাসী স্বদেশের সম্পদ-বৈচিত্র্য-সম্বন্ধে জ্ঞানলাভ করিবার : আশা রাখে। প্রাকৃতিক রসে ভরপুর কোনো উল্লেখ-যোগ্য ছবি ভারতীয় চিত্রকরের কাৰ্য্যাবলীর ভিতর দেখিয়াস্থি বলিয়া মনে হয় না। ভারতের উপত্যকা, বন-মাঠ, পাহাড় দরিয়া, হ্রদ, ঝরণা আর সাগরকিনারাগুলাকে সাধারণ গৃহস্থের নিকট চিত্তাকর্ষক করিয়া তুলিবার আর-এক উপায় হইতেছে কবি ও ঔপন্যাসিকদের দৃগু-বর্ণনা । খাটি সৌন্দৰ্য্যময় আবেষ্টনের ভিতর বসিয়া তাহার খুঁটিনাটি