পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8や সপ্ত হইয়াছে, তাহ ইংরেজের তথা প্রাচ্য উপনিবেশে প্রাচ্য-“কুলি”-নিয়োগ-কৰ্ত্ত: পাশ্চাত্য জাতিগুলির স্বার্থকে সৰ্ব্বভাবে সংরক্ষিত করিয়াই প্রণীত হইয়াছে। গত মহাযুদ্ধের পরে ( League আন্তর্জাতিক বৈঠক অহিফেন সম্পকিত আন্তর্জাতিক বিষয়ও নিজের আলোচ্য বিষয়গুলির অন্তর্ভুক্ত করিয়া সে-সম্পর্কে এক পরামর্শ-সমিতি গঠন করে ( Committee on the Traffic in Opium ) সমিতি একটি স্থায়ী সঙ্ঘ । ইঙ্গার অধিবেশন নির্দিষ্ট সময়ে হয় এবং অহিফেন-সম্পর্কিত বিষয়ে ইহা যৈ-সব তথ্য সংগ্রহ ও সংকলন করিয়াছে তাই মূল্যবান । জেনেভা-সহরে আগামী নভেম্বর মাসে ইহার এক অধিবেশন হইবে। এই সমিতির কায্য কেবল লীগঅব-নেশনের কাউন্সিলকে অহিফেন-ঘটিত বিষয়ে পরামর্শ-দান ব্যতীত অন্য কিছুই নহে। বস্তুত: লীগ-অবনেশনের সাধারণ সভার সভ্যদের সৰ্ব্বসন্মতি ব্যতীত এই তদন্ত-সমিতির নিদ্ধারণগুলি ফলবান হওয়ার কোন আশাই নাই । তবু পৃথিবীর লোকের এই সমিতি হইতে অহিফেনের অপকারিতাবিষয়ে বহু জ্ঞান লাভ করিতে পারে বলিয়া ভবিষ্যতে ইহা হইতে স্বফল পাওয়ার আশা আছে। যে-সকল রাষ্ট্রগুলির স্বার্থ অহিফেনের বিস্তৃতিতে, তাহার। স্বভাবতঃই এই তদন্ত সমিতির কার্য্যাবলীকে বাধা দিতেই চেষ্টা করবে। তবে নেহাৎ চক্ষু লজ্জার সঙ্কোচেই এই বাধা অতি সুকৌশলে দিতে হয়। নহিলে সভ্যতার মুখোস থাকে না। ১৯২১ সালে বৈঠকের সাধারণ অধিবেশনে চীন-প্রতিনিধি মিঃ ওয়েলিংটন প্রস্তাব আনেন— “That in attitude of of Nations ) Advisory এই ( Assembly ) vicw of the world-wide interest in the the League toward the opium question, and of the general desire to restrict the opinm to reduce and cultivation and production of strictly-medicinal and scientific purposes, the advity copmmit 撃 * ** - tee on traffic in opium be ႏိုင္ငံtstot၊ to ^ * প্রবাসী—ভাদ্র, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড covider and report, at its next meeting, on the possibility of instituting an enquiry to determine approximately the average requireprepared opium ments of and specified in chaptors I and Il of the coilwou Ꭲ&tᎳ tion for niedicinal and scientific purposes in different countries ( Excerpts from League of Nations, Annex. 228 to the minutes of the 13th Session of the Council held at (i.eneva from Friday June 17, to Tuesday, June 28, 1921) —অর্থাৎ আস্তর্জাতিক বৈঠকের অহিফেন-সমস্তাসম্বন্ধে মনোযোগ থাকা-হেতু এবং “কেবল চিকিৎসা ও বৈজ্ঞানিক প্রয়োজনের জন্য” অহিফেন বাদ দিয়া উদ্ভূত্ত অহিফেন-চাষ ও প্রস্তুত বন্ধ করার জন্ত চতুদিকে আন্দোলন-হেতু অহিফেন-ব্যবসায়-দম্পর্কিত সমিতিকে আমুরোধ করা হউক যে, তাহার আগামী অধিবেশনে পুথিবীতে সকল দেশে কাচা অষ্টিফেন ও তজ্জাত দ্রব্যাদি কেবল চিকিৎস-কাৰ্য্য ও বৈজ্ঞানিক প্রয়োজনের জন্য কিপরিমাণ আবস্ত্যক ইহা নিৰ্দ্ধারণ করিতে এক কমিশন বসাইবার প্রয়োজন স্থির করা হউক । এই প্রস্তাবের বিরুদ্ধে অহিফেন-স্বার্থ-বিশিষ্ট সকল জাতিই প্রথমে দণ্ডায়মান হওয়াতে ইহা গোড়াতেই মারা ধাইতে বসিয়াছিল। ভারতের ইংরেজ-সরকারের প্রতিনিধি, ভারতের প্রতিনিধি-পরিচয়ে, মিঃ শ্ৰীনিবাস শাস্ত্রী এই সুন্দর প্রস্তাবটির কয়েকটি শব্দের অদল বদল করিয়া ইহার প্রয়োজনীয়তা একরূপ বিনষ্ট করিলে পুর তবে ইহা য়্যাসেম্বলীতে গৃহীত হয়। তিনি "strictly” ( কেবল ) কথাটি উঠাইয়া দেন এবং "medicinal and scientific” ( চিকিৎসা ও বৈজ্ঞানিক প্রয়োজনের ) *Gi" “legitimate" (আইনস্থমোত) এই কথাটি বসান । শেষে এই সংশোধিত প্রস্তাব সভায় গৃহীত হয় । ‘চিকিৎসা ও বৈজ্ঞানিক প্রয়োজন’ শব্দগুলির পরিবৰ্ত্তে আইনাতুমোদিত কথা বসানোতে মিঃ কুর প্রস্তাবটির সকল উপকারিতাই নষ্ট হইয়া যায়। কারণ