পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbه وl\ भूमलभांन झठ ७ ४० छन थांश्ठ हद्देब्रांtझ । इष्ठाश्रठद्र मरथj c१ এই সংখ্যাকে ঢের ছাড়াইয়া গিয়াছে তাহাতে সন্দেহ নাই। এই ব্যাপারে শাস্তিরক্ষা করিতে গিয়া পুলিশকেও গুলি চালাইতে হইয়াছিল। তাহদের ৪ জনের আঘাত নাকি একটু গুরুতর-রকমের । হিন্দুস্ত্রীলোক এবং শিশুদের প্রতি যে অত্যাচার হইয়াছে, তাহ অমানুষিক পাশবিকতায় ভল্লা । হিন্দুদের মন্দিরগুলি অপবিত্র করা হইয়াছে । হাকিম আজমল স্বী বলিয়াছেন—এরূপ বৰ্ব্বরোচিত কাৰ্য্যের পুনরভিনয় যাহাতে না হয়, সেজণ্য জামায়েৎ-উস্-উলেম এবং খেলাফত কমিটির বিশেষভাবে চেষ্টা করা উচিত । মৌলানা মহম্মদ আলী বলিয়াছেন—“আমার বড়ই লজ্জা বোধ হইতেহে যে, আসার সমধম্মীদের কেহ কেহ স্ত্রীলোক ও শিশুদের উপর আক্রমণ করিয়াছে এবং একটি দেব-মন্দির সুপবিত্র করিয়াছে। আমি এমন কোনো উত্তেজনার কারণ কল্পনা করিতে পারি না, যাহাতে এই ধরণের অত্যাচার সমর্থন করা যাইতে পারে। উচ্চ কণ্ঠে এই-সমস্ত কায্যের নিন্দ করিতে হইবে। হিন্দু গুণ্ডাদের ভার আমি হিন্দু ভ্রাতাদের হাতেই ছাড়িয়া দিতেছি, হিন্দু-সমাজেও গুণ্ডার অভাব নাই।” স্থতা-কাটার সিদ্ধাস্ত— গুজরাট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক উচ্চপদস্থ কৰ্ম্মচারী স্থির করিয়াছেন যে, উহারা প্রতিমাসে অন্ততঃ তিনশত গজ স্থত। কাটিবেন এবং অতিরিক্ত দুই হাজার গঞ্জ স্থত। সংগ্রহ কfরবেন। বায়দৌলী তালুকের শিক্ষকেরা স্থির করিয়াছেন যে, তাহারা গুজরাট প্রাদেশিক-কংগ্রেস-কমিটিতে প্রতিমাসে তিন হাজার গঞ্জ এব" যদি সম্ভব হয় তবে পাচ হাজার গজ স্থত প্রদান করিবেন। বারদৌলী তালুক কংগ্রেস-কমিটি স্থির করিয়াছেন যে মহাত্মা গান্ধী যথম বারদেী গমন করিবেন তখন বীরদৌলী তালুকের প্রত্যেক নরনারী যাহতে র্তাহাকে আন্দাজ আড়াই পোয় করিয়। সুতা উপঢৌকন দিতে পারেন সেঞ্জস্ব তাহাদিগকে অমুরোধ করা হইবে । মিউনিসিপ্যালিটির কৰ্ম্মপস্থা— তামিল কংগ্রেস-কমিটি, অন্ধ, কংগ্রেস-কমিটি, খিলাফং কমিটি তামিল-অন্ধ, স্বরাজ্যদল ও মহাজন-সভা একত্র মিলিত হইয়। মিউনিসিপ্যালিটি-সম্বন্ধে" তাহদের কৰ্ম্মপস্থা নিৰ্দ্ধারণ করিয়াছেন এব" কংগ্রেস হইতে যে-সব সদস্ত মিউনিসিপ্যালিটিতে নিৰ্ব্বাচিত হইয়াছেন, তাহারাও সেই কৰ্ম্ম-পদ্ধতি মানিয়া চলিতে স্বীকৃত হইয়াছেন । এই কৰ্ম্ম-পদ্ধতি অনুসারে— (১) মিউনিসিপ্যালিটির সদস্তদিগকে খন্দর পরিয়া কপোরেশনের সভাসমূহে এবং অস্তান্ত সভাসমিতিতে উপস্থিত হইত্তে হইলে । (২) গবমেন্টের কোনো কৰ্ম্মচারীর সন্মানের কোনো অনুষ্ঠান হইলে তঁহার সেগুলিতে যোগদান করিতে পরিবেন না । (৩) বড়লাট, প্রাদেশিক গধনী, শাসন-পরিষদের সদস্ত বা মন্ত্রীদিগকে তাহার। অভিনন্দিত করার পক্ষে ভোট দিবেন না । (৪) কর্পোরেশনের ভিতর দিয়া ইহার কংগ্রেসের গঠন-মুলক কাৰ্য্য করিতে যথাসাধ্য চেষ্টা করিবেন। এই দল নিম্নলিখিত উদ্দেগু লহয়। কাজ করিবেন :-কপোরেশনের স্কুলসমূহে তাছার জাতীয় শিক্ষা প্রবর্তনের চেষ্টা করিবেন, স্কুলসমূহ চর্ক প্রচলিত করিয়া এবং শিক্ষণ-পদ্ধতির সংস্কার করিয়া জাতীয় ভাবের যাহাতে পরিপুষ্টি হয় তাহার ব্যবস্থা কৰিবেন, সহরেয় বালক প্রবাসী—ভাদে, ১৩৩১ [ २४* छोश, *य ५७ বালিকাদের প্রাথমিক শিক্ষা অবৈতনিক করিবেন, মদ বন্ধের চেষ্ট৷ করিবেন, খদ্দর প্রচারের জঙ্ক সকল-বকমে চেষ্টা করিবেন, গরীবদিগের জন্ত বিনা পয়সায় রোগের চিকিৎসার ব্যবস্থা করিবেন । যেখানে সম্ভব বিদেশী জিনিষের ব্যবহার বন্ধ করাইবেন । বিদেশী লোকের নামে যে-সব ইমারত রাস্ত প্রভৃতি আছে তাহাদের নাম বদলাইয়া তারতবাসীর নামে সেগুলির নামকরণ করিবেন, মিউনিসিপ্যালিটির কাজে বিদেশী লোক রাখিবেন না। ভারতীয় হিন্দু শুদ্ধিসভা— ১৯২৪ খৃষ্টাব্দের জানুয়ারী হইতে জুন মাস পর্য্যন্ত নিম্নলিখিতরূপে মালকানাদিগকে হিন্দু করা হইয়াছে— জানুয়ারী— ১৫০ জন, ফেব্রুয়ারী-– ৩৫৯ জন, t50 মার্চ – ৮ • • জন, এপ্রিল— ৪৫০ জন, ርጝ-– به هنگ e=}. জুন— ミo e cm l নাগপুর-বিশ্ববিদ্যালয়— নাগপুর-বিশ্ববিদ্যালয়ের এক সভায় ভাইস্ চ্যানুসেলার স্তার বিপিনকৃষ্ণ বঙ্গ মহাশয় ঘোষণা করিয়াছেন যে, স্তার মেকেঞ্জি দাদাভাইয়ের আইনপুস্তকের লাইব্রেরী, বাজপুতনা কিষণগড় রাজ্যের দেওয়ান বাহাদুর পোনাস্করের প্রদত্ত শতকরা সাড়ে তিন টাকা স্বদের সত্তর হাজার টাকা ও অমরাবতীর মিঃ মোটের প্রদত্ত চারি হাজার টাকা ধানস্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হইয়াছে। মিঃ পোনাস্বরের প্রদত্ত টাকায় দাতার স্ত্রীর স্মৃতির উদ্দেষ্ঠে স্থানীয় স্ত্রীশিক্ষার উন্নতি বিধান করা হইবে এবং মিঃ মোটের টাকা বেরারেব শিক্ষার্থীগণের মধ্যে বিজ্ঞান শিক্ষার উৎসাহ প্রদানার্থ ব্যয়িত হইবে । নাগপুরে মিল দুর্ঘটনা— গত ২৯শে জুলাই গুজরাটের একটি তুলার কল ভূমিসাৎ হইয়াছে। বহু কারিকর তথন কলেৰ ভিতর কাজ করিতেছিল । সুতরাং বহুলোক চাপা পড়ে। গত ১লা আগষ্ট, রাত্রি ১-টার সময় ধ্বংসস্তপ সরানোর কাজ শেলু হইয়াছে। মোটের উপর ২৪ জনের মৃতদেহ ধ্বংসস্তপের ঙিতর পাওয়া গিয়াছে। দুইজন আহত ব্যক্তি হাসপাতালে মারা গিয়ছে। ৩৪ জন জখমীর মধ্যে ১৪ জন ইসপাতালে শয্যাশায়ী হইয়া আছে। মিল-কর্তৃপক্ষ আহতদের পরিবারবর্গকে একমণ হিসাবে খাদ্যদ্রব্য এবং মৃতের সৎকারের জন্য ১০ টাকা করিয়া দান করিয়াছেন। কাশ্মীরে মজুর ও সেনাদলে সংধৰ্ম— কাশ্মীরের রাজধানী শ্ৰীনগরের সিঞ্চের কারখানার মজুরের কাবৃথানার নুতন ব্যবস্থায় আপত্তি করিয়া উত্তেজিত হইয় উঠে। অবস্থা সঙ্গীন দেখিয়া সৈন্তদল তলব করা হয়। কাশ্মীর রাজ্যের অশ্বারোহী সেনাদের সহিত উত্তেজিত জনসংঘের সংঘর্ষ ঘটে। ফলে গুলি চলিয়াছিল। গুলির আঘাতে ৭ জন দাঙ্গাকারী মারা গিয়াছে এবং ৪০ জন জথম হইয়াছে। ইংরাজ গভমেন্টের দৃষ্টান্তর চমৎকার লুনুকরণ। কংগ্রেসের প্রেসিডেণ্ট— ; ১০টি প্রাদেশিক কংগ্রেস-কমিটির মধ্যে গুজরাট আগামী কংগ্রেসের জস্ব কাহারও পক্ষে মত প্রকাশ করে নাই । আজমীর-মাডেয়ারের