পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰী গৌরকিশোম কর অনেক লিখিয়াছেন । ইনি ফরাসী গভর্ণমেণ্ট হইতে ‘অফিসিষ্ণুে দাকাদেমি উপাধিতে ভূষিত। vতিনকড়ি বন্দ্যোপাধ্যায়,—ইনি চন্দননগরের পুরাতন সংবাদপত্র প্রজাবন্ধুর সম্পাদক ছিলেন। যে যুগে গভর্ণমেণ্টের কাজের তীব্র সমালোচনা এত স্বলভ ছিল না, সেই যুগে প্রজাবন্ধুতে বুটশ গভর্ণমেণ্টের কাৰ্য্যের তীব্র সমালোচনা করায় তিনি কাৰ্য্য-চু্যত হন। ফরাসী আইন অনুবাদ' (১৮৮৬) পুরাণ-রহস্য’ (১৩০২), ‘শিশু-রামায়ণ’ (দশম সংস্করণ, ১৯১০ ), ‘শিশুমহাভারত (চতুর্থ সংস্করণ, ১৯১৬), ‘গুরু গোবিন্দ সিং’ (১৩২৫) ও পদ্য-ব্যাকরণ" ( তৃতীয় সংস্করণ, ১৩২৫ ) প্রণয়ন করেন। শিশুপাঠ্য গ্রন্থ রচনায় তাহাকে একজন অগ্রণী বলা যাইতে পারে। ‘শিশু-চৈতন্ত’-নামক একখানি পুস্তক রচনা করিয়া প্রকাশের আয়োজন করিতেছিলেন, এমন ২৪শ ভাগ, ১ম খণ্ড fn: cyfrgi (Fortune Decosta )—ইনি দুপ্লে কলেজের ডিরেক্টর ছিলেন। এখানে অবস্থিতি-কালে তিনি ইংরেজি ফরাসী ও বাঙ্গালায় ইং ১৯০০ সালে একখানি শব্দ-কোষের প্রথম ভাগ মাত্র প্রকাশ করিয়াছিলেন । উহার aim footfação Vocabulary of French, Eäglisli and Bengali Worls' ëlso oth ox (Lt. Col. D. Basu, I. M. 8)—ইনি বিলাতে ডাক্তারি পাশ করিয়া বৃটিশ গভর্ণমেণ্টের চাকরী করেন। এক্ষণে পেনশন লইয়া বাটীতেই আছেন। ‘স্বাস্থ্যরক্ষা ও সাধারণ স্বাস্থ্যতত্ত্ব,’ ‘পারিবারিক প্রার্থনা' (১৩১০) ও ‘ধৰ্ম্মজীবন’-নামক গ্রন্থ প্রণয়ন করিয়াছেন । ৮ নন্দলাল বস্ব, -প্রায় ৬০ বৎসর পূৰ্ব্বে কলিকাতা হইতে চন্দননগরে আসিয়া বাস করেন । ইনি পূৰ্ব্বেকার সিনিয়ার স্কলার ছিলেন। এখানকার সেন্ট মেরিস ইনষ্টিটিউশন (বৰ্ত্তমান দুপ্লে কলেজ ) ও হাসপাতাল প্রতিষ্ঠাকল্পে সহায়তা করিয়া