পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় ፃፃ¢ তিনি যখন ছোটনাগপুরে যান, তখন তথায় কুড়িটির অধিক বিদ্যালয় ছিল না। কিন্তু যে-সময়ে তিনি ঐ স্থান ত্যাগ করেন, তখন তথায় সকলপ্রকারে প্রায় তিন সহস্ৰ বিদ্যালয় স্বষ্ট হইয়াছিল । ইহাতে র্তাহার কৃতিত্ব ষথেষ্টই ছিল । হিন্দী ভাষায় তাহার বিলক্ষণ ব্যুৎপত্তি ছিল । ঐ ভাষায় ‘সাহিত্যসংগ্রহ’ নামে একথানি বিদ্যালয় পাঠ্য পুস্তক রচনা করেন । ইং ১৮৮৬ সালে সম্ভবতঃ উহা লিখিত হয় । 'স্বাস্থ্যসাধন’, ‘গণিত-বিষয়ক পাঠ্য পুস্তক’, ‘কোলদিগের ইতিহাস’ রচনা ও ইংরেজিতে ভগবদগীতার অনুবাদ করিয়াছিলেন । উহা তাহার (মৃত্যুর পর তাহার স্বনামপ্রসিদ্ধ পুত্র জ্ঞানশরণের দ্বারা সম্পাদিত হইয়া ইং ১৯০৬ সালে প্রকাশিত FR 1 Reis and Rayyot 8 ASTM of for পত্রে তিনি লিখিতেন । র্তাহার ‘কাঙ্গালদাসী’ - - -— — — . .--T v প্রমথনাথ মিত্র নামক স্তোত্রগুলি বিশেষ আদরণীয় ছিল । বীরেশ্বর-বাবুর মৃত্যুর পর দেশের বহু প্রসিদ্ধ সংবাদপত্রেই তাহার জীবন-কথা আলোচিত হইয়াছিল । ৮ বসন্তলাল মিত্র,--কেবল গ্রন্থকার-রূপে বসন্ত-বাবুর পরিচয় দিলে তাহার সম্পূর্ণ পরিচয় প্রদান করা হইবে না। তিনি একাধারে লেখক ও স্ববিখ্যাত গায়ক ও স্বনিপুণ চিত্রকর ছিলেন ; চন্দননগরে একটি সঙ্গীত-বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন । কলিকাতায় “সঙ্গীতমিত্ৰালয়” সভার তিনি সহকারী সভাপতি ছিলেন । ফ্লটোগ্রাফী বিদ্যায়ও বিশেষ পারদর্শী ছিলেন । ‘সঙ্গীতরত্নাকর’ ও ‘সঙ্গীত পারিজাত’-নামক দুইখানি ংস্কৃত মূল গ্রন্থ ইং ১৮৭৯ সালে প্রকাশ করিয়াছিলেন এবং • ‘গান্ধৰ্ব্ব সংহিতা' ( প্রথম ভাগ ) নামক আর একখানি সঙ্গীত-বিষয়ক ও ‘বিবাহ বা উদ্বাহ-তত্বের গৃঢ় রহস্ত' ( ১৩১৬) নামক