পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bు లిసె শ্রীনিকেতন-সংবাদ — কৃষি বিভাগ-গত বৎসর কৃষিক্ষেত্রের জমিগুলি শৃঙ্খলাবস্থায় না থাকায় ক্ষেত্রে কোনরূপ জল-নিষ্কাশণ ও সেচনের বন্দোবস্ত ছিল না । এবৎসর প্রথমেই ছোট ছোট জমিগুলিকে ভাঙ্গিয়! বড় বড় খণ্ডে পরিণত করিয়া শৃঙ্খলাবদ্ধ ভাবে জমিগুলিকে তৈয়ারি করা হইয়াছে। কৃষিক্ষেত্রের উত্তর দিকের ডাঙ্গার জল বাহাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তজ্জন্ত বিশেষ ব্যবস্থ করা হইয়াছে। সমস্ত কুধিক্ষেত্রটি এমন স্বচারভাবে পয়ঃপ্রণালীর দ্বারা গঠিত করা হইয়াছে যে বর্ষীর অতিরিক্ত জল ক্ষেত্রের একপ্রাস্ত হইতে অপর প্রাস্ত পৰ্য্যস্ত জমিগুলিকে সিক্ত করিয়া—যে পুরাতন বৃহৎ পুষ্করিণী এবৎসর খনন করা হইয়াছে—তাহাতে জমিবে। রবি ফসলের ক্ষেত্রগুলিতে যাহতে একই সময়ের মধ্যে জলসেচন করা যাইতে পারে তজ্জন্ত সমস্ত কৃষিক্ষেত্রটি স্বশৃঙ্খলভাবে পয়ঃপ্রণালীর দ্বার বিভক্ত করা হইয়াছে । গরুর থাবার ;–জোয়ার, জোয়ার ও বরবট একত্রে, ভুট্টা, ভুট্ট ও বরবটা একত্রে ইমপী ( Impoa একপ্রকার জোয়ার ) ও Nay luxun (সরবীন) । এ-অঞ্চলে অtদীর চাষের প্রচলন না থাকায় আমাদের এই কুষিক্ষেত্রে অনেকখানি জমিতে অাদা লাগাইয় পরীক্ষা করা হইতেছে । উপস্থিত ফসলের আtশ বিশেয অাশাপ্রদ । এ অঞ্চলে বহল পরিমাণে আনারসের চাষের এই প্রথম চেষ্টা । আনারসের ক্ষেত্রটিকে দুইভাগে বিভক্ত করা হইয়াছে। একটি আওতায় (ছায়ায় ) অন্যটি খোলা জমিতে । আমেরিকার আধুনিক প্রণালীমতে খোলী জমির চারাগুলির গোড়ীয় একপ্রকার কাগজ দিয়া বর্ষার পরে আবৃত করা হইবে । বাহির হইতে লোক নিযুক্ত না করিয়া স্বরুল গ্রামের তিনটি কৃষককে ও একটি ব্রাহ্মণ ভদ্রলোককে কৃষিক্ষেত্র-পরিচালনার প্রণালী শিক্ষা দেওয়৷ হইতেছে । ইহা ব্যতীত একজন ব্রাহ্মণ ছাত্র কৃষিশিক্ষা করিতেছে ; তিনি শিক্ষা সমাপন করিয়া নিজের কৃবিক্ষেত্র পরিচালনা করিবেন বলিয়া স্থির করিয়াছেন। এ-বৎসর কৃষিক্ষেত্রের সংলগ্ন পুষ্করিণীতে ৫• • • মাছ ছাড়া হইয়াছে । 酶 পল্লীসেবা বিভাগ—গত মে মাসে বীরভূম জেলাবোর্ডের চেয়ারম্যান মহোদয় বীরভূম জিলার দশটি বিভিন্ন মধ্যইংরাজী বিদ্যালয়ের প্রধান শিক্ষকদিগকে পল্পীসেবা-বিভাগের কার্য্যপ্রণালী শিক্ষা করিবার জন্য প্রেরণ করেন। তাহারা এখানে একমাস থাকিয় নিম্নলিখিত বিষয়গুলি শিপিয়াছেল ; স্কাউটি, স্বাস্থ্যতত্ত্ব, বুননকাৰ্য্য ও পল্লীগঠন । আমরা শুনিয়া সুখী হইলাম ষে, তাহারা নিজ নিজ গ্রামে BBB SBBS BBBD EY BDB BBBBS BB BBBSE মাসে Sixtuting শিক্ষা দিবীর যে-বণেীবস্তু করা হইয়াছিল তাহাতে শ্ৰীযুক্ত হরেন্দ্রনাথ ঠাকুর মহাশয় তাহার জমিদারি হইতে দুটি ছাত্রকে এথানে প্রেরণ করেন। ছাত্র দুটি নিজ গ্রামে ফিরিয়া গিয়া ত্রযুক্ত জিতেন্দ্রনাথ রায় মহাশয়ের অধীনে সৰ্ব্বসমেত ৬টি সহায়কদল গঠন করিয়াছেন। গত জুলাই মাসে হুরুল হইতে শ্ৰীযুক্ত কালমোহন ঘোষ ও শ্ৰীধীরনক্ষ রায় তাহদের কার্য্যাবলী পরিদর্শন করিয়৷ বিশেষ প্রীত হইয়াছেন। গত জুন মাসে স্বরলের পূর্বদিকে ১২ মাইল দূরে ব্যাংচাত্র নামক গ্রামে আগুন লাগিয়া ১২৭খানি গৃহ ভস্মীভূত হয়। শ্ৰীনিকেতনের কৰ্ম্মীগণ, বোলপুর-সেবা-সমিতির সাহায্যে অক্লান্ত পরিশ্রম করিয়া বোলপুর হইতে চাউল ও অর্থ সংগ্ৰহ করিয়া পনের দিন পর্য্যস্ত দুঃস্থ প্রবাসী—আশ্বিন, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড গ্রামবাসীদিগকে নানাবিষয়ে সাহায্য করিয়া তাহাদিগকে বিপদ হইতে উদ্ধার করিয়াছেন । বৰ্ত্তমান সময়ে সৰ্ব্বসমেত দশটি গ্রামে পল্লীসেবা বিভাগের তরফ হইতে ম্যালেরিয়া নিবারণের কার্য্য চলিতেছে । উক্ত গ্রামগুলিতে গ্রামবাণীদিগকে লইয়া সমিতি গঠন করা হইয়াছে । এই সমিতির সভ্যের গ্রামের সহায়ক দলের সাহায্যে ম্যালেরিয়া-নিবারণে ব্ৰতী হইয়াছেন । বয়ন-বিভাগ (Weaving) --বৰ্ত্তমান বৎসরে মোট ৪৪ জন ছাত্র স্বরলে আসিয়া বয়ন-বিভাগে নানারূপ কাৰ্য্য শিক্ষা করিয়াছেন । ইহাদের ভিতর বীরভূম জিলার ১৯টি মধ্যইংরেজী বিদ্যালয়ের শিক্ষকেরাও ছিলেন। তাহার এখান হইতে শিক্ষালাভ করিয়৷ নিজ নিজ বিদ্যালয়ে বয়ন ও অস্তান্ত কধ্যে স্বর করিয়াছেন । গত ১লা জুন হইতে বোলপুর গুরুটে শিং বিদ্যালয়ের ১৫ জন ছাত্র প্রত্যহ বৈকালে,৩ ঘণ্টা করিয়া এই বিভাগে কাৰ্য্য শিক্ষা করিতেছেন । স্বরুলের চারিপার্শ্বস্থ গ্রামে যে-সকল র্তাতি আছে, তাহারা যাহাতে মহাজনের কবলে না পড়ে, অথচ যাহাতে তাহাদের সংসার স্বচ্ছন্দভাবে নিৰ্ব্বাহ করিতে পারে তজ্জন্ত ঐসকল তাতিদিগকে এখান হইতে স্থত সরবরাহ করা হয় ও উপযুক্ত পারিশ্রমিক দিয় তাহাদিগের নিকট হইতে টুইল, জিন, তোয়ালে ও ধুতি, গামছা, সাড়ী ইত্যাদি তৈয়ারি করিয়া লওয়া হয়। গৃহশিল্পগুলি পুনঃপ্রতিষ্ঠিত করাই এবিভাগের মুখ্য উদ্দেষ্ঠ । এই বিভাগের পরিচালনায় নিম্নলিখিত বিষয়গুলির কাজ বৰ্ত্তমানে চলিতেছে — ('olton Weaving. Silk Weaving, Blanket Weaving. Weaving,' ('arpet Weaving. ('hemical Vegetable |)ying \3 (":ilico l’rinting. চামড় পাকানর কার্য্য { "lannnny )-গত মাস হইতে স্বরলে চামড়ার কার্য্য পুনরায় আরম্ভ করা হইয়াছে। গত বৎসর ( 'hronialiu।ing বিশেষ লাভজনক না হওয়ায় এবার Burk-tanting গুরু করা হইয়াছে। চারিপাশের গ্রামের মুচিদের ভিতর তাহদের জাতিগতব্যবসা পুনঃপ্রতিষ্ঠা করা এই বিভাগের উদ্দেপ্ত। বৰ্ত্তমান সময়ে গ্রাম হইতে ৩জন মুচি আনাইয়া তাহাদিগকে শিক্ষা দেওয়া হইতেছে। ইতিমধ্যে মহিদপুরের একটি মুচি-পরিবার এথানকার কার্য্যপ্রণালী অমুযায়ী নিজের বাড়ীতেও এই ব্যবসা স্বর করিয়াছে। আশা করা যায় ক্রমে অস্তস্ক সকল মুচিরাই তাহদের জাতিগত ব্যবসা পুনরায় আরম্ভ করিয়া এই শিল্পের উন্নতি বিধান করিবে । চিকিৎসালয়—গত মাসে চিকিৎসালয়ের কার্য্য বেশ ভালই চলিয়াছে, দৈনিক গড়ে ২৬ জন করিয়া রোগী ঔষধ লইয়া যাইত। গতমাসে প্রায় ১৮০ টাকার যন্ত্রীদি, ২• • টাকার ঔষধাদি ক্রয় করা হইয়াছে । নিম্ন লিখিত নিয়মগুলি গ্রামের উন্নতি-বিধানের জন্ত চিকিৎসালয়ে প্রবর্হিত করা হইয়াছে । ১। যে-সকল গ্রামবাসী নিজেদের গ্রামে ম্যালেরিয়া নিবারিণী সমিতি গঠন করিয়া তাহার সভ্য হইবেন তাহারা ঔষধের মূল্য বাবদ /এক আনা পয়সা দিলেই চিকিৎসালয় হইতে ঔষধ পাইবেন । তাহদের বাড়ীতে রোগী দেখিতে হইলে, নিজগ্রামের সমিতির ফণ্ডে এক টাকা চাদ দিলে কুরুলের স্থানীয় এমৃ-বি ডাক্তার রোগীর বাড়ীতে গিয়া চিকিৎসা করিয়া আসিবেন । * * ২। সমিতির যে-সকন্তু সভ্য অত্যন্ত গরীব, সমিতির ফণ্ডে কোনরূপ চাদ দিতে পারেন না, তাহাদিগকে মাসে অন্ততঃ একদিন গ্রামের উন্নতির জন্ত শারীরিক পরিশ্রম করিতে হইবে। ঐসকল সভ্যগণকে চিকিৎসালমের টিকিট বিতরণ করা হইবে। তাহারা বিনামূল্যে ও বিনা ভিজিটে ঔবয ও ডাক্তার পাইবেন । ’