পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ërtist আমার তীর্থযাত্রা •ෂ් জামার ভাইবোনের বিবাহে বাধা পড়িবে। আজ কয়েক বৎসর হইল আমি আমার মায়ের নিকট চিঠি পৰ্য্যস্ত দিই নাই, আপন ভাইভগ্নীর ভবিষ্যৎ সম্বন্ধে সাবধান হুইবার জন্তই ঘরের সহিত সকলপ্রকার সম্বন্ধ ছিন্ন করা উচিত, স্বয়ং ইহা বুঝিতে পারিয়াছি।” আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কোথায় আছেন এবং কেমন আছেন এ খবরও কি আপনার মাতার নিকট পৌছে না ? মালাবারী ভদ্রলোক উত্তর করিলেন, “ন, কোন সংবাদই তারা জানেন না।’ এই কথা বলিতে বলিতে র্তাহার চক্ষু অশ্রুসজল হইয়া উঠিল । তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিতে লাগিলেন, এই রোগ প্রথম অবস্থায় হয়ত সারানো যাইতে পারে, কিন্তু প্রথমে যদি অযত্বে রোগ বাড়িয়া যায়, তাহ হইলে ইহা হইতে আরোগ্য লাভ করা প্রায় অসম্ভব। প্রথমে আয়ুৰ্ব্বেদীয় ঔষধের সাহায্যে আমার কিছু উপকারও হইয়াছিল, কিন্তু শেষে রোগ অত্যন্ত বাড়িয়া গেল এবং এখন আমার অবস্থা আপনি নিজেই দেখিতেছেন ।” মালাবারী ভদ্রলোকের আঙল ও চোখের উপর রাগের প্রবল প্রভাব দৃষ্ট হইতেছিল। আমি সেই ময়ে কল্পনা করিতে লাগিগাম ইহাকে ছাড়িয়া ইহার Iাতাপিত ও ভাইভগ্নীর হয়ত দুঃখের অবধি নাই, হৈার জীবনও কি যন্ত্রণাপূর্ণ। এই মালাবারী দেrভাবীকে ক বলিয়া সাত্বনা দিব বুঝিতে পারিলাম না, শেষে itstow totators afonts, “You know there are number of people who distrust others, who uffer from racial feeling, who hate people ecause their skin is brown, black or white. 'hey suffer from leprosy of the soul, you are luch better because you suffer from leprosy of *in only, isn't it 7"—offs wrofs attan, ana নেক লোক আছে যাহারা অন্তকে অবিশ্বাস করে, iহারা অস্তের প্রতি জাতিগত বিদ্বেষভাব পোষণ করে, হারা অন্তকে শুধু এই কারণে স্বণ কুরে যে তাহার মীরের চামড়া তামাটে কালো কিংবা সাদা। তাহারা चिांब कूठेदब्राप्नं चाजकांड, चात्रनि ठाइएनब्र कांहे८ठ অনেক ভাল, কারণ আপুনি শুধু বাহিরের চামড়ার কুষ্ঠরোগে ভুগিতেছেন।-নয় কি ? আমার বন্ধু হঠাৎ যেন অবসাদগ্ৰস্ত হুইয়া পড়িলেন, এইরূপ মনে হইল। অনেকক্ষণ ধরিয়া তিনি আমার পুব্বপূষ্ঠার চিত্রে প্রদাশ ১ আগস্তুঞ্জকে পরিষ্কই ও বস্ত্র পরিবর্তন কfপ্লয়া দিবার পর সহিত ঘুরিতেছিলেন। ইংজেক্সন লইবার জন্ত এই সময়ে বাহিরের পাঁচ-ছয় বৎসরের একটি শিশু তাহার অভিভাবকের সহিত উপস্থিত হুইল । তাহার রোগ নিতান্ত প্রাথমিক অবস্থায় ছিল, শরীরের এক আাধ স্থানে কাল চাক চাকা দাগের মত দেখাইতেছিল। শিশু খুব কাদিতেছিল। আসলে ইংজেক্সন লইতে ততটা কষ্ট হয় না, কিন্তু ইংজেক্সনের সরঞ্জামের ভীষণভা দেখিয়া সে ভয় পাইয়াছিল। ইংরেজ নাস অত্যন্ত গ্রেহপূর্ণ স্বরে শিশুকে বাংলা ভাষায় বলিলেন, ভয় কি বাবা! কিছু হবে না। র্তাহার কথা শুনিয়া শিশু চুপ করিল। ইংজেক্সন লণ্ডয়া শেষ হইরা গেলে, সে কাপড় পরিয়া অভ্যন্ত আনন্দে নিজের অভিভাবকের সহিত চলিয়া গেল। ডাক্তার সাহেব প্রত্যেক রোগীর বৃত্তাপ্ত আলাদা শ্রবণ করিলেন। উহার কার্ধের বহর সম্বন্ধ