পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ বাংলার পাটচাষীর সমস্ত। ৫২৯ সমবায় সমিতির সাহায্যে পাট বেচিতে হইলে চাষীকে দাদন বা অগ্রিম দিবার টাকার ব্যবস্থা করিতে হইবে । পাটশুন্ধের অন্ততঃ অৰ্দ্ধেকটা বাংলা সরকার পাইবেন, ইহা স্থির হইয়াছে। পাট-গুন্ধের পরিমাণ সাড়ে তিন হইতে চার কোটা টাকা ধরা যাইতে পারে। বাংলা সরকার ইহার অৰ্দ্ধেকট পাইলে তাহার কিছু অংশ যদি পাটচাষীর জন্য দেন তাহ হক্টলে এই টাকার ব্যবস্থা হইতে পারে। পাট সমিতি গঠন করিবার জন্য বাংসরিক কিছু টাকা বরাদ্দ করিয়া এর আরও কিছু টাকা অগ্রিম ঋণ স্বরূপ দিবার ব্যবস্থা করিলে কাজ আরম্ভ করা যাইতে পারে। এই প্রথম উপায়। দ্বিতীয় উপায়, পাটের বন্ধকীতে টাকা তোলার ব্যবস্থা করা। পার্ট-সংরক্ষণের ঘদি ভাল ব্যবস্থা হয়, মূল্য ঘদি অনেকটা স্থির রাখিতে পারা যায় তাহা হইলে সমধায় সমিতির গোলায় যে পাট আসিয়া জমা হইবে সরকারের সাহায্যে তাহার বন্ধকীতে টাকা পাওয়৷ ঘাইতে পারে । তৃতীয় উপায়, সরকার স্বদের দায়িত্ব গ্রহণ করিলে, মিউনিসিপ্যালিটি প্রভৃতি যেমন ঋণ গ্রহণ করেন সেই ভাবে টাকা ধার করিবার ব্যবস্থা কর । এই তিন উপায়ের যে-কোন একটির বা তিনটির সাহায্যে প্রয়োজনীয় অর্থের সংস্থান হষ্টতে পারে । ৬৭—১১ পাট-চাষীরা পাট বেচিম ভাল দাম পাইলে কেবল ধে তাহারাই লাভবান হইবে তাহা নহে, দেশের ধনবৃদ্ধির ফল রাজসরকারও সমৃদ্ধ হইবেন । ভারতবর্ষের কোন কোন প্রদেশেও তুলা বা গমের চাষ বাড়াইবার জন্য খাল প্রভৃতি কাটিয়া সরকার বহু টাকা ব্যয় করিয়াছেন। বল। বাহুল্য, এষ্ট টাক নষ্ট হয় নাই । এইভাবে যাহা পরচ হয় তাহী স্থদে আসলে উঠিয় আসে। বাংল। সরকার যদি সমবায় সমিতির সাহাঘো পাট-বিক্রমের ব্যবস্ত করিয়া চার্মার অবস্থার উন্নতির জন্য চেষ্টা করেন, তাহ হইলে তাহাদের এই বাবদে ধে গরচ হুইবে তাহাও বৃথা যাইবে না । কুমি-পণ্য বিক্রয়ের নানা উপায়ে ব্যবস্থা করার চেষ্ট; অন্যান্য দেশে গত কৃয়েক বৎসরের মধ্যে হইয়াছে। এই সকল ব্যবস্থা এবং চেষ্টার মধ্যে কোন কোন উপায় ফলবতী হইবে কি-না, এ সম্বন্ধে এখনও মত দেওয়ার সময় আসে নাই। কিন্তু এ-সকল দেশে এই সকল চেষ্টার মধ্যে সমবায় নীতির প্রয়োগ, ও প্রসার একটি প্রধান উপায়। গঠনের বা পরিচালনের কোন ক্রটি না থাকিলে সমবায়ুপ্রণালী কোথাও বিফল হয় নাই । সমবায় নাতি নুতন নঙ্গে। প্রকষ্টভাবে প্রয়োগ করিতে পারিলে এই নাতির সাহামে আমরা ও কতকাৰ্য্য চণ্ডপ এই আশ আমরা করিতে পারি । i-్వర్క్రాటె 爾 • কাণতকৈ వ్గా **ー2、""、さ・?。 * = * * * a =“Амъ ء�