পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্বেত-হস্তীপুষ্ঠে শ্যামদেশের রাজা পর্দা সরিয়ে দিয়ে সেইখানে বসে’ দিতেন । অনেক কথা-কাটাকাটির পর স্থির হ'লে যে, একটা লম্ব লোনার হাতলের ডগায় একট। সোনার বাটি বসিয়ে দেওয়া হবে, আর সেই বাটিতে চতুৰ্দ্দশ লুইয়ের চিঠিখান। থাকবে । ফরাসী দ.ে ಇಳ! একট। উচু জায়গ; করা হবে, তিনি সেঙ্গ হাতলট রাজার দিকে এগিয়ে ধর্বেন আর রাজ। সেই বাটি থেকে চিঠিপান। তুলে নেবেন । ফরাসী দতের সঙ্গে আর সে সব লোক দরবারে যাবে তার সেখানে গিয়ে কি ভাবে বসবে ব| দাড়াবে ভাই নিয়ে ও অনেক তর্কাতর্কি চলেছিল । ফরাসী দূত বললেন যে, তার অনুচবের। তার সঙ্গেষ্ট রাজসভায় প্রবেশ করবে এবং রা জাকে ফরাসী কায়দায় সেলাম করবে। শ্যামরাজের কাছে থেকে চতুৰ্দ্দশ লুইয়ের দরবারে যাদের পাঠান হয়েছিল, তার দরবারে গিয়ে মাটিতে উপুড় হ'য়ে পড়ে সেলাম করেছিল, কিন্তু ফরাসী সেলাম দিতে ył আপত্তি জানালেন । অবশেষে ঠিক হ'ল যে, 府でな不 (w?」 দূত এই ভাবে শুী মির। জকে ভয়ানক ফরাসী প্রবাণী—বৈশাখ, ১৩৩০ ! २७° उt१, sगू १७ দূতের অনুচরদের বস্বার জন্য মাটিতে আসন পেতে দেওয়া হবে, কিন্তু এমন কায়দায় তাদের বস্তে হবে যে, জুতোর তলা যেন দেখতে না পাওয়া যায়। এই-সব ব্যবস্থা ঠিক হ’যে যাবার পর জ্যোতিষীর দিনক্ষণ দেখে ঠিক করে দিলেন যে, ১৮ই অক্টোবর রাজার সঙ্গেeদেখ। করবার পক্ষে বিশেষ শুভদিন । ঠিক হ’ল;সেই দিনেই ফরাসী দূতের অভ্যর্থনার আয়োজন করা হবে। معیری به عمریم ফরাসী রাজসভায় শ্যামদেশের রাজদূত ১৮ই অক্টোবর তারিপের প্রাতঃকালে শ্যামরাজ্যের দু-জন বড় রাজকৰ্ম্মচারী ফরাসী দতকে দরবারে নিয়ে বাবার জনো তার বাড়ীতে এসে দেপা দিলেন । এদের সঙ্গে চল্লিশ জন মান্দারিন এসেছিল। ফরাসী দত একট। সোনার বাক্সে সেই চিঠিখান রেখে বাক্সট। একটা লম্ব। সোনার হাতায় বসিযে ঠিক হ’য়েছিলেন । মন্দিারিনর। এসে সেই চিঠির সম্মপে শুয়ে পড়ে ফ্রান্সের রাজার প্রতি সম্মান জানালে। অবশেষে ফরাসী দত্ত আবে দ্য শোয়াজার হাতে চিঠির আপারটি দিলেন । পবে মহাসমাবোহে শোভাযাত্র করে’ তাদের প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হ’ল ।