পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিমী, একটি ভোটিয়া পুরুষ বাড়ীর লোকে উংসব-বেশ পরিধান করিয়া দেবমন্দির প্রদক্ষিণ করিল। তংপরে সকলেই গৃহজাত মদ (জান ) আনন্দসহকারে পান করিল । আমি এই উৎসবমত্ত [ ২৩শ ভাগ, ১ম খণ্ড পরিবারের একখানি ছবি লইলাম। अरउि कडौशूरश्नब्र नख-बिचिंड शब्र এবং প্রবাল প্রভৃতির অলঙ্কার ধারণ করিল। অল্প সকলে তাহদের উৎকৃষ্ট পোষাক পরিধান করিল। প্রত্যেকেই পৃথক্ভাবে ফটো তুলিবার জন্ম অস্থরোধ করিতে লাগিল। কিন্তু আমার সঙ্গে বেণী প্লেট না থাকায় আমি একসঙ্গে সকলের ছবি লইলাম। আসল ভোটিয়াদের প্রতিরূপের নিদর্শন গ্রহণ করিবার উদ্বেতে অামি ভোটিয়া পুরুষ ও রমণীর আরও দুখানি ছবি লইলাম। পুরুষটির নাম লিমী। সে দুই বৎসর নেপালে ব্যবসা করিয়া দেশে ফিরিবার পপে আমাদের সঙ্গ লইয়াছিল । তাহার নিকট হুইতেই তাহাদের আচার-ব্যবহারের অনেক কথা পুঙ্খানুপুঙ্খরূপে শুনিয়া লইলাম। সে একদিন আমাকে তাহীদের গ্রাম্য-আড্ডা রামবাগে লইয়া গেল। সেখানে যুবক-যুবতীরা পান ভোজন ও নৃত্যগীতাদি করে । সির্মী লোকটি বেশ আমুদে ও বুদ্ধিমান । যে স্ত্রীলোকটির ছবি লইয়াছি তাহার নাম সীনলতি ইনি আমাদের আশ্রয়দাত্রীর জ্যেষ্ঠ ভগ্নী। সীনলতি অন্যান্য ভোটিয়া রমণীর ন্যায় অলঙ্কার পরেন । রুমাদেবী আরও দুটি ভগ্নীর কথা বলিলেন। একটির কুটি গ্রামের মণ্ডলের সহিত বিবাহ হইয়াছে। অপরটির নাম নাথলী । মিঃ ল্যাগুর তাহার ভ্রমণ-বৃত্তান্তে নাথলীর খুব প্রশংসা করিয়াছেন । কিন্তু সে কিছুদিন হইল মারা গিয়াছে। ইহারা সকলেই বেশ বিনয়ী ও ভদ্র । এ গ্রামেও যথাসাধ্য ঔষধ বিতরণ করিলাম। অনেক পুরাতন রোগী ঔষধ লইতে আপিল। তাহদের কিছুই করিতে পারিলাম না । கு অবশেষে আমাদের যানবাহন ও একমাসের উপযুক্ত রসদ সংগ্রহ করা হইল। কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্য আমরা নিম্নভূমি হইতে সঙ্গে আনিয়াছিলাম। এ প্রদেশের হাটে প্রচুর পরিমাণে মেঘ-মাংস পাওয়া যায়। আমরা