পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఫిలి ঝণসীর রাণীর সহিত ইংরেজদের যুদ্ধ আবদুল্লা নিজের কৰ্ত্তব্য-বোধে—সরকারী ব্যয়ে সরাই ইত্যাদি নিৰ্ম্মাণ করিয়া —সব জিনিষের ব্যবস্থা করিয়৷ দিলেন। যাহার যাহা প্রয়োজন হইত সময়ে সব পাইত। তিনি মাত্র দুই বৎসর দুর্গাধিকারী ছিলেন । পরে মোতাত্মিদ খা তাহার স্থানে নিযুক্ত হইলেন। তিনি নিজের সাতবৎসরের শাসনকালে আলমগীর গেট ও একটি রমণীয় মসজিদ প্রস্তুত করাইয়াছিলেন। এই মসজিদটি গোয়ালিয়র-তোরণের সন্নিকটে—দুর্গের বাহিরে—সংস্থিত । বর্তমান মুরাবাদের প্রতিষ্ঠাতাও ছিলেন ইনি। তাহার পর আসিলেন খিদমৎগর থা— তিনি নিজের নামের উপযুক্ত লোক ছিলেন। সম্রাটের "খিদমৎ’ তিনি যেমন করিয়াই হউক করিতেন। তাহারই সময় ‘গোয়ালিয়র দুর্গে - দারা শিকোহ, স্বলতান মহম্মদ ও মোরাদ বন্দীরূপে আসিয়াছিলেন। মোরাদকে ‘মানমন্দিরের’ নিম্নতলার একটি অন্ধকার গৃহে বন্দী রাখা হয়। সে স্থানে মানুষ পাঁচ মিনিট থাকিতে পারে না-ভয়ে গা শিহরিয়া উঠে—গরীব মোরাদের অবস্থা মনে করিয়া দুই চোখ ফাটিয়া জল আপনিই গণ্ড বহিয়া নামিয়া আসে ! খিদমংগর খ৷ যাইবার সময় নিজের সঙ্গে দারা ও মহম্মদকে লইয়া গেলেন—আর সম্রাটের আজ্ঞামত র্তাহার স্নেহের ভাই হতভাগ্য মোরাদের সমাধি এখানেই নিৰ্ম্মিত হইল । খিদমংগরুর্থ নিজের অবস্থানকালে বড় বেশী অত্যাচার করিয়াছিলেন—সকলেই তাহার ভয়ে শঙ্কিত থাকিত । র্তাহার স্থান পূর্ণ করিলেন মনোবর র্থ, তিনি সকলের দুঃখমোচনের জন্য সৰ্ব্বদা ব্যস্ত থাকিতেন। পরে সহস। তাহার জায়গায় সম্রাটু নবাব সায়েস্তা থাকে পাঠাইলেন। পরে তাহাকে ডাকিয়া—বসন্ত শাহকে দুর্গের কিলেদার’ পদে নিযুক্ত করিলেন । ঔরঙ্গজেবের তিরোধানের সঙ্গে সঙ্গে মোগলের বিশ্ববিখ্যাত বিপুল সাম্রাজ্য ছত্রভঙ্গ হইবার উপক্রম হইল