পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] পঞ্চদশ মুরৎ—সঙ্গীতাধিষ্ঠাত্রী জীবন তিক্ত হ’য়ে উঠেছিল সার্কাস করি শূন্তে, পুরাণো গরিমা ফিরিয়া পেয়েছি হে কবি ! তোমারি পুণ্যে । পুরাণে গরিমা সহজ মহিমা প্রাণের রং-মহালে, সার্থক ফিরে হ’ল এ জীবন প্রাণের গভীর তালে । সুরে ও কথায় মিলিয়া লতায় নিঝরে রবিরশ্মি ! পল্লব গ্রাহী পণ্ডিত শুধু করিতেছে ‘হ হতোহম্মি’ ! পরাণের মাঝে জনম লভিয়। সহজে পরাণে পশি, আজিকে আবার চলনে আমার শত চাদ পড়ে খসি । ষোড়শ মুরৎ-দাসী বাণী নই, তবু রাজার প্রসাদ মাথায় ধরেছি আমি, সৌরভে তার ভরি’ আছে মম জীবনের দিনযামী ; অণধারে শুনি সে চরণের ধ্বনি, আধারে একেল হাসি, বাসক-সজ করি আমি তার আঁধার ঘরের দাসী । কবি-জুবিলি ఆలి কবিগুরু রবীন্দ্রনাথ বন্দন কীৰ্ত্তি-গগন-স্বৰ্য্য হে ! বঙ্গ-ভুবন-পুজ্য হে । 空間で5| ○iーII< করিল প্রচাব আঁধাবে ! ছিল উহ্য ষ্ঠে । পূজ্য হে ! যা ছিল অজানা তুচ্ছ ষ্ট্রে, কর কটাক্ষে উচ্চ হে, জগতের কবিসভা-মাঝে কবি বাজাও বঙ্গ-তুৰ্য্য হে ! পূজ্য হে !