পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-b。 \ বিটুকেল ੋਕ রাজসভায় এসে রাজীকে প্রকাগু এক সেলাম ঠুকে দাঁড়াল। মাথায় তার প্রকাও এক পাগুড়ি আর কাধের উপর সাড়ে তেরো হাত লঙ্গা এক বঁীশের लाठिं । • @ t রাজামশায়ের তন্দ্র কোথায় ছুটে গেল, তিনি ভারি ব্যস্ত হয়ে উঠে দাড়ালেন, তারপর দুই-একবার টোক গিলে জিজ্ঞাসা করলেন--"কে তুমি, কি চাও বাপু ?” সে চটুপটু বলে ফুেল্লে—“হুজুর, আমার নাম গাট। তেওয়ারি, আমার বাবার নাম লাটু, তেওয়ারি, আমার পিসের নাম -- -----" রাজা তাকে বাধা দিয়ে বল্লেন তোমার নিজের পরিচয় পেলেই তোমার বাপ-প্লিসের নাম জেনে আমার কোনও দরকার নেই। বলি তুমি ভ ব্রাহ্মণ ঠাকুর, রান্নাবান্না করতে পার কি ?” • গোপে চাড়া দিধে গাঢ় বল্লে--- “মুই রক্ষই ভি করি ফিন কৃস্তি ভি লড়ি।" রাজা বল্পেন—“বেশ বেশ, তুমি রম্বই ও করবে, আবার মাঝে মাঝে আমার বড় বড় পালোয়ানদের সঙ্গে কুস্তিও লড়বে। কেমন পারবে ত ?” একটু তাচ্ছিল্যের হাসি হেসে গাটা বল্লে—“হুজুরের হুকুম হয়ত এক্ষুণি লড়তে পারি। ভিগন সিংএর মেসে পালোয়ান দিলবাহাদুর আমার সঙ্গে এসেছিল কুস্তি লড়তে, আমি তাকে এমনি চৌপট প্যাচ লাগালাম যে বেচার সাড়ে পাঁচবার ডিগবাজী খেয়ে বিশ হাত দূরে চিটুকে পড়ল। পালোয়ানের কথা ছেড়েই দিন না মহারাজ, কত বড় বড় জঙ্গলে গিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড বাঘ হাতীকে আমি লাথি মেরে একেবারে ছাতু বানিয়ে দিয়েছি।" বলে সে ধনু ঘন তাল ঠকৃতে লাগল। রাজার সভার বড় বড় পালোয়ানের মুখ-চাওয়াচাওয়ি করে নীরবে মাথা চুলুকাতে লাগল। গাঢ় তেওয়ারি রাজার বাড়ীতে বেশ স্বপেই আছে। রাজবাড়ীতে বামুন-চাকরের অভাব নেই, তাই তাকে বিশেষ কিছু কাজ-কৰ্ম্ম করতে হয় না। পায় দায়, আর যথেষ্ট, f এৰাগী-বৈশাখ, Sలి:్చసి “ত বেশ, তা বেশ,--- [ ২২শ ভাগ, ১ম খণ্ড পড়ে পড়ে ঘুমোয়। রাজার পালোয়ানেরা আর কেউ সাহস করে তার সঙ্গে লড়তে আসতে, চায়, না - কি জানি বাবা, কাকে কথন লাথি মেরে ছাতু বানিয়ে দেবে। এর মধ্যে একদিন কোথা থেকে একটা বুনে মোষ এসে রাজো একেবারে হুলুস্থূল লাগিয়ে দিল। রাজা, মশায় ভারি ভাবনায় পড়লেন । তিনি সভায় বসে’ গালে তাত দিয়ে ভাবছেন—কি করা যায়, এমন সময় মন্ত্রী উঠে বল্লেন “ম ধারাজ ! আমাদের গাটা তেওয়ারি থাকতে আর ভয় কিসের ?” এই কথা শুনে রাজা-মশায় লাফিয়ে ಕೆ চেচিয়ে বল্পেন—“আরে তাই ত, তাই ত, এ কথা ত আমার মোটেই মনে হয়নি—আরে গাট থাকতে আমাদের ভয় কিসের ?” 象 সভাসদের ঘাড় নেড়ে বল্লে—“তাই ত গাট থাকৃতে আমাদের কিসের ভয় ?" র:জ গীটাকে ডেকে আনতে হুকুম করলেন । ছু মিনিটের মধ্যে তেওয়ারিজি সামনে এসে পেলাম ঠকে দাড়াল । রাজ বল্লেন—“গাট্ট, এবার তোমার বীরত্ব একটু দেপাতে হচ্ছে, এই বনে মেযটাকে তাড়িয়ে দিতে হবে।” খুব এক চোট হেসে নিয়ে গঁট বল্লে—”এই ইঁদুরের বাচ্চাটাকে আর তাড়াব কি হুজুর, বা হাত দিয়ে এক চড় মেরে তাঁর ভূত ভাগিয়ে দেব । আমি গাঢ় তেওয়ারি— আমার বাপ লাটু, তেওয়ারি,–পিসে টাটু, দুবে, মেসে ছোটু, মিশির, মাম। খোট। চৌবে-ব্যাট পালাবে কোথায় ?” রাজত খুব খুসী হয়ে তাকে বিদার দিলেন, আর এদিকে গটা কঁপিতে কঁপৃিতে বাড়ী এল। কারণ সে তার জন্মেও এমন কাজ আর করে নি। বাড়া এসে গাট ঠিক করুল যে ঘুেই রাত্রেই সে রাজবাড়ী থেকে সরে পড়বে! ত না হলে তার মানও ধারে প্রাণও যাবে । শেযরাত্রে যখন সকলে খেয়ে-দেয়ে ঘুমিয়েছে—সেই সময় গীটা তেওয়ারি তল্পীতল্প বেঁধে খিড়কীর দরজা দিয়ে বেরিয়ে পড়ল। ফুটফুটে জ্যোংস্নায় গীটার পথ দেখতে