পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి8 ,সোভিয়েট রুশিয়ায় नाही مذي لة. বহু শতাব্দী পরিয়া রুশিয়ায় নারী-পুরুষের তুলনায় শ্রেষ্ঠতা অপকৃষ্টত লষ্টয়া যে তক্রার চলিতেছিল, সোভিয়েট গবর্ণমেণ্টের কলমের এক আঁচড়েই তাহার নিম্পত্তি হইয়া গিয়াছে। নারীপুরুষের তুলনার বিচারভার এখন আর একমাত্র পুরুষের উপর ন্যস্ত নাই, রুশিয়ার বিপ্লবে স্বাধীনতাকামী নারীর পুরুষের সমানে সমানে প্রাণপাত করিয়া লড়িয়াছেন, বর্তমান সোভিয়েট রুশিয়ার গঠনে নারীর বুদ্ধি বিচক্ষণত ঐকাস্তিকতা স্বাৰ্থত্যাগ পুরুষের অপেক্ষ কোন অংশে কম প্রয়োজন হয় নাই, তাই সোভিয়েট রুশিয়াতে নারী সৰ্ব্বত্র সর্বপ্রকারে সৰ্ব্বতোভাবে পুরুষের সমকক্ষ । সমান শ্রমে পুরুষ ও নারীর সমান পারিশ্রমিক ব্যবস্থা ; নিম্নতম হইতে উচ্চতম রাজপদগুলিতে নারীপুরুষের সমান অধিকার। পারিবারিক জীবনযাত্রার নানা তুচ্ছ প্রয়োজনে, সস্তানপালনের নানা অনাবশ্বক খুটিনাটিতে নারীজীবনের কত অমূল্য সময় বৃথা ব্যয়িত হয়, তাহার প্রতিকারের জন্য সোভিয়েট রাষ্ট্র গর্ভিণী মাতার তত্ত্বাবধান ও শিশু সন্তানের লালনপালনের বহুলাংশ নিজ হস্তে গ্রহণ করিয়াছেন ; নারী অতঃপর তার অখণ্ড অবসর সমাজ ও পৃথিবীর হিতচিন্তায় ও হিতাকুষ্ঠানে নিয়োগ করিতে পারিবেন। সোভিয়েট রুশিয়াতে এতদিন নারীর নিশাগ্রম বা খনির রুদ্ধতায় শ্রম মাইনতঃ নিষিদ্ধ হইয়াছে। নারীর মাতৃত্বের উপর সমাজের কল্যাণ অকল্যাণ যে কত বেশী নির্ভর করে তাহার প্রতি লক্ষ্য রাখিয়৷ এই শ্রম-আইন তৈরি হইয়াছে। এই আইন অনুসারে প্রসবের দুইমাস পূৰ্ব্ব হইতে প্রসবের দুই মাস পর পর্য্যন্ত প্রস্থতি নারীর সকল প্রকার পরিশ্রম হইতে অব্যাহতি পান। শুধু তাহাই নহে ঐ বিশ্রামের চার মাস র্তাহারা পূর্ণহারে বেতন এবং শতকরা পচিশ টাকা ভাতা পাইয়া থাকেন। প্রসবের পর প্রায় বৎসরকাল পর্য্যন্ত প্রস্থতির দিনে মাত্র ছয় ঘণ্টা শ্রম এবং প্রত্যেক ছুই ঘণ্টা পর পর আধ ঘণ্টা বিশ্রাম ব্যবস্থা। প্রসবের সময় প্রস্থতি, বিনামূল্যে ধাত্রী ও চিকিৎসকের সাহায্য এবং ঔযধাদি গ্রাপ্ত হইয়া থাকেন। নবজাত শিশুর পরিচর্য্যা

প্রবাসী—বৈশাখ, $రి:Rసి [ ૨રણ છin.st is সম্বন্ধে উপশোটি দেওয়ার ক্ষষ্ঠ সৰ্ব্বক্ল’টিক্টিংসকদের

  • . ঘাটি আছে । .

শিশু সম্বন্ধে মায়েদের দুশ্চিম্বা সোভিয়েট গবর্ণমেন্ট প্রায় সবখানিই লাম্বর করিয়া দিয়াছেন। শিশু জন্মিব|মাত্রই তার রক্ষণাবেক্ষণের ভার রাষ্ট্রের। সে শিশু বিবাহজাত কি না এ প্রশ্ন কুত্ৰাপি কাহারো মনে উঠে না। মাত ইচ্ছা করিলেই শিশুকে রাষ্ট্রপরিচালিত শিশু-অভ্রমগুলির কোন একটির তত্ত্বাবধানে রাখিয়৷ কাজে প্রত্যাবৰ্ত্তন করিতে পারেন, ইচ্ছা করিলে তাহা না করিতেও পারেন। রুগ্ন শিশুদের জন্য স্বাস্থ্যকর পল্লীতে বা অন্যত্র মুক্তপ্রকৃতির মধ্যে স্বাস্থ্য-আশ্রম ব৷ বিদ্যালয় প্রতিষ্ঠিত আছে। বিদ্যালয়গুলিতে বিনামূল্যে আহার ব্যবস্থা । - নারীদিগকে ঘরকন্নার অনাবশ্বক হাঙ্গামা হইতে মুক্তি দিবার জন্য রাষ্ট্রের পরিচালনায় জনসাধারণের সমবেত পাকশাল ও আহারস্থান নিৰ্ম্মিত হইয়াছে। রুশিয়ার প্রায় ৫০ লক্ষ লোক এই আহারস্থানগুলিতে আহার করিয়া থাকে । কিন্তু সোভিয়েট রাষ্ট্রে নারীদের এই-সমস্ত অধিকার ও মুখস্থবিধার মূলে নারীদের নিজেদেরই জীবনব্যাপী অক্লান্ত চেষ্টা ও প্রাণপাত, ইহা ভুলিয়া গেলে চলিবে না। ইহার প্রমাণ স্বরূপ একটি কথার উল্লেখ করিলেই কেবল যথেষ্ট হইবে। - সোভিয়েট রুশিয়াকে আভ্যন্তরীণ- ও বহিঃ-শত্রুর হাত হইতে রক্ষা করিবার ভার নারীরা পুরুষদের সঙ্গে সঙ্গে নিজেরাও গ্রহণ করিয়াছেন দলে দলে নারীরা সৈন্যদলগুলিতে যোগ দিয়াছেন ও দিতেছেন। তাহারা কেবল যে শুশ্ৰুবাকারিণীর কাজেই ব্ৰতী হইতেছেন তাহা নহে, অস্ত্রধারিণীর সংখ্যাও বড় কম নহে। অস্ত্ৰধারণ যদি অন্যায় হয় তবে পুরুষ ও নারী উভয়ের পক্ষেই অন্যায়। বিধাতার নিয়মে নারী ও পুরুষের জন্ত পৃথক অধিকার-ব্যবস্থা যেমন নাই পৃথক বিধি-ব্যবস্থাও তেমনি নাই; সোভিয়েট, রুশিয়াতে কৰ্ত্তব্য ও অধিকারে নারী ও পুরুষে তাই সম্পূর্ণ অভেদ। 牙。历。