পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Z|772 - মাটির ডাক > শালবনের ঐ;আঁচল বোপে যেদিন হাওয়া উঠন্ত ক্ষেপে ফাগুন-বেলার বিপুল ব্যাকুলতায়, যেদিন দিকে দিগন্তরে লীগত পুলক কি মন্তরে কচি পাতার প্রথম কলকথায়, • সেদিন মনে হ’ত কেন ঐ ভাষারি বাণী যেন লুকিয়ে আছে হৃদয়কুঞ্জছীয়ে ; তাই অমনি নবীন রাগে কিশলয়ের সাড়া লাগে শিউরে -ওঠ। আমার সারা গায়ে । আবার যেদিন আশ্বিনেতে নদীর ধীরে ফসল-ক্ষেতে সূর্যা-ওঠীর রাঙা-রঙীন বেলায়, নীল আকাশের কূলে কুলে সবুজ সাগর উঠতে দুলে কচি ধানের থামৃখেয়ালি পেলায়, সেদিন আমার হ’ত মনে ঐ সবুজের নিমন্ত্রণে যেন অীমার প্রাণের অাছে দাবী :– তাইত হিয়া ছুটে পালায় যেতে তারি যজ্ঞশালায়, কোন ভুলে হায় হারিয়েছিল চাব ! २. কার কথা এই আকাশ বেয়ে ফেলে আমার হৃদয় ছেয়ে, বলে দিনে, বলে গভীর রাতে, “যে জননীর কোলের পরে জন্মেছিলি মৰ্ত্তাঘরে, . &াণ ভর তোর যাহার বেঞ্চনাতে, তাহার বক্ষ হ’তে তোরে কে এনেচে হরণ করে', ঘিরে তোরে রাখে নানান পাকে ! * বাধন-ছেড়া তোর সে নাড়ী সইবে না এই ছাড়াছাড়ি, ফিরে ফিরে চাইলে আপন মাকে ৷” শুনে আমি ভাবি মনে, তাই বাগ এই জকারণে, প্রাণের মাঝে তাই ত ঠেকে ফাক, তাই বাজে করি করুণ স্বরে“গেছিস্ দূরে, অনেক দূরে,” কি যেন তাই চোখের পরে ঢাকা । ভাই এতদিন সকলপানে কিসের অভাব জাগে প্রাণে—— ভালো করে পাইনি তাহ। বুঝে ; ফিরেছি তাই নানামতে, নানান হাটে, নানান্‌ পথে, হারানো কোল কেবল খুজে খুজে । ~) অাজকে পবর পেলেম পাটি— ম। আমার এই স্যামল মাটি, অন্নে ভরা শোভার নিকেতন : . তাত্ৰভেদী মন্দিরে তার বেদী আছে প্রাণ-দেবতার, ফুল দিয়ে তার নিত্য অtatধন । এইখানে তীর আঞ্চন মাঝে প্রভাত-রবির শস্থ বাজে, আলোর ধারায় গানের ধারা মেশে, এইপানে সে পূজার কালে সন্ধ্যারতির প্রদীপ জ্বলে’ শাস্ত মনে ক্লাস্ত দিনের শেখে । হেথা হ’তে গেলেম দূরে কোথা যে ইট-কাঠের পুরে বেড়া-ঘেরা বিলম নিৰ্ব্বাসনে, তৃপ্তি যে নাই, কেবল নেশা, ঠেলাঠেলি, নাই ত মেশা, আবর্জন জমে উপার্জনে । , যন্ত্র-জাতায় পরাণ র্কাদীয়,” ফিরি ঘনের গোলক-ধাধায়, শূন্ততারে সাজাই নান৷ সাজে, পণ বেড়ে যায় ঘুরে ঘুরে, লক্ষ্য কোথায় পালায় দূরে, কাজ ফলে না অবকাশের মাঝে । 8 যাই ফিরে যাই মাটির বুকে, যাই চলে যাই মুক্তি-স্বপে, ইটের শিকল দিই ফেলে দিই টুটে", আজ ধরণ আপন হাতে . অন্ন দিলেন আমীর পাতে, ফল দিয়েচেন সাজিয়ে পত্রপুটে ।