পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] নিরুপায় ২০১ AMMMMMeAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAA AAAA AAAA AAAA AAAAMMMAAA AAAA AAAA ASA AAAA AAAA AAAA AAAASJS مے * ی. ٦ محب۔ --۔ ۔ ۔ ۔ ۔ م - ی ছেড়ে খোলাছাদে গিয়ে দাড়ালুম। ধোওয়া কেটে গেছে, অকলঙ্ক নীল আকাশে তারাগুলো ঝলমল করছে, হাস্নাহানার গন্ধ বাতাসে ভেসে এলে। ইটের পর ইট, তাতে মানুষ-কীট।—ওই বস্তি ওই গলি ; ওই যেখানে আলো স্নান হয়ে এসেছে কি বীভৎসত কি কদৰ্য্যত, যন্ত্রদৈত্যপিষ্ট স্বর্ণলোলুপ শক্তিমদমত্ত বণিকূ-সভ্যতার প্রতিরূপ এই নগর যেন প্রাগৈতিহাসিক যুগের কোনো অতি ভীষণ জন্তুর মত অতি শ্রাস্ত হয়ে পড়ে আছে। শুধু রজনীগন্ধার ঝাড়টা দক্ষিণ হাওয়ায় মৰ্ম্মর করে’ বল্পে, “নাইক পথে ঠেলাঠেলি নাইক হাটে গোল, ওরে কবি এইখানে তোর কুটারখানি তোল । ধুয়ে ফেল রে পথের ধুলো, নামিয়ে দে রে বোঝা, বেঁধে নে"তোর সেতারখানা, রেখে দে তোর পোজ । প। ছড়িয়ে বস্ রে হেথায় সারাদিনের শেষে, তারায় ভরা আকাশতলে সব-পেয়েছির দেশে !” শ্ৰীমণীন্দ্রলাল বস্ব [ এম-এ ] নিরুপায় গেছে চলে হাসি চিরতরে, কেন গেছে কে তা জানে ? দুখের দেবতা এসো ওগো, চুপি চুপি এসে প্রাণে । চোখে ছলছল ভরে’ লয়ে জল বলো কথা কানে কানে । দুঃখে কাহারে নাহি লোভ, কেউ নাই তাই কাছে ; কারো কোনো কাজে লাগি নাই, সবে তাই ছাড়িয়াছে ; অশ্রীর ঘোর আঁখিপুটে মোর শুধু ব্যবধান আছে! স্তন্ধ এ অমা-নিশিথিনী, আঁধারে ধরণী ছায়, জানিবে না কেহ আজি যদি এসো গো নীরব পায় । © একখানি যামী, শুধু তুমি আমি, প্রাণ আর নাহি চায়! বলে, মুখপানে চেয়েছিলে, সব কথা, বেদনে দিন পেয়েছিলে, o বুঝেছিলে সব ব্যথা, ছিলে নিশিদিন উপায়বিহীন বুকে চেপে নীরবতা। বলে, হাতে তব কিছু নাই, সকল দিয়েছ মোরে, যা চাহিতে পারি, যাহা চাই— দিয়েছ শূন্ত করে’ ; সহিতেছ ভার মহারিক্ততার সকল জীবন ভরে । 泰 囊 囊 দুখের দেবতা এসে ওগো, শোনো কথা কানে কানে ; দরী আমার কত আছে, ভালোবাসে প্রাণে প্রাণে— তোমার নয়ন মুছাবার জন কেউ নাই কোনোখানে ! নিরুপায় ওগো, দ্বারে স্বারে ঘুরে ঘুরে লও তুলি কোটি বুক হতে এক বুকে বেদনা-আঘাত-গুলি !.. তোমার বেদন স্মরিয়া বন্ধু আমার বেদনা ভুলি ! ক্রমুখীরকুমার চৌধুরী বি-এ ]