পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] স্থাপিত হইবে। এবং যাহারা বাঙ্গালী নন, র্তাহাদেরও সে সমিতির সভ্য হইবার অধিকার থাকিবে। - তৃতীয়তঃ—প্রাদেশিক সাহিত্যসন্মিলনী। সদ্বংসরে একবার সাহিত্যপ্রেমী বাঙ্গালীর সম্মিলিত হইয়া সাহিত্যলোচনা করিবে ও সাহিত্য প্রচার সম্বন্ধে সম্পায় উদ্ভাবন করিবে। যাহাতে বেশ স্বশৃঙ্খল ভাবে বাঙ্গলা সাহিত্যের উন্নতিকল্পে প্রচেষ্টা হইতে পারে তদ্বিষয়ে যত্নশীল হইবে । * চতুর্থতা—যুক্তপ্রদেশে একটি স্থলিখিত ও স্থপরিচালিত মাসিক পত্রিকা স্থাপন। ইহার উপকারিতা নিঃসন্দেহ। এদেশে ফুহারা স্থলেখক, এ পত্রিকায় তাহদের প্রবন্ধাদি বিশেষ ভাবে লিপিবদ্ধ হইবে। এ দেশের উদীয়মান লেখকদের উৎসাহ ও উন্নতির নিমিত্ত এরূপ একটি মাসিক পত্রিকা বিশেষ ফলপ্রদ হইবে। পূৰ্ব্বেই বলিয়াছি যে বাঙ্গলা সাহিত্যভাণ্ডারে এ দেশেরও দেয় অনেক জিনিষ আছে। আমাদের যাহা দিবার তাহা । একটি মাসিক পত্রিকার সাহায্যে অনায়াসে দিতে পারিব। পত্রিকায় এমন অনেক রচনাদি থাকিবে যাহা এ দেশের সাহিত্য, ইতিহাস, পুরাতত্ত্ব, আচার ব্যবহার, শিল্পকলা ইত্যাদি উপকরণে পরিপুষ্ট। আমার মনে হয় এ পত্রিকার এক সংস্করণ, অন্ততঃ একাংশ, দেবনাগরী অক্ষরে মূদ্রিত হওয়া আবশ্বক, তাহা হইলে এদেশীয়দের মধ্যে বাঙ্গলা সাহিত্য প্রসারের বিশেষ সুবিধা হইতে পারে। রূপের তারতম্য সেখানে বাদলা সাহিত্য চর্চার ও আলোচনার জন্য সমিতি পঞ্চমতঃ—এ দেশে বঙ্গীয় সাহিত্যপরিষদের শাখা ২৩৭ বিস্তার করা। তাহ হইলে বাঙ্গল সাহিত্যের ক্রমোংকর্ষের সঙ্গে আমাদের অক্ষুণ্ণ.যোগ সংরক্ষিত হইবে। এখানকার পরিষদের একটি বিশেষত্ব এই হওয়া উচিত ষে বাঙ্গলা সাহিত্যের উত্তম গ্রন্থাদি, এবং উচ্চাঙ্গের প্রবন্ধ ও কবিতার সংকলন দেবনাগরী অক্ষরে লিখিত হইবে। ভারতে যাহাদের ভাষা সংস্কৃতপ্রস্থত, এ উপায়ে তাহাদের মধ্যে বাঙ্গলা সাহিত্যের প্রসার ও আদর বাড়িবে। যে দেশ দেশান্তেই থাকিনা কেন, মাতৃভাষা আমাদের নিত্য পূজার দেবতা। মধুসূদন স্থদুর প্রবাসে মাতৃভাষাকে সম্বোধন করিয়া যেরূপ বলিয়াছিলেন, আমরাও যেন সেরূপ বলিতে পারি ৪— “নিজাগারে ছিল মোর অমূল্য রঙন অগণ্য ; তা সবে আমি অবহেলা করি অর্থলোভে দেশে দেশে করিমু ভ্রমণ বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী ; 劇 帕 বঙ্গকুল-লক্ষ্মী মোরে নিণার স্বপনে কহিলা—“হে বৎস, দেখি তোমার ভকতি, স্বপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী । निश शृश् ५न उद, ठरव कि कांब्रt१ ভিখারী ভূমি হে আজি, কহ ধনপতি ? কেন নিরানন্দ তুমি আনন্স-সদনে ?” লাঞ্জেী শ্ৰীঅতুলপ্রসাদ সেন [ এই অভিভাষণ কানপুরে উত্তরভারতীয় বঙ্গসাহিত্য সম্মিলনের প্রথম অধিবেশনে সভাপতি শ্ৰীযুক্ত অতুলপ্রসাদ সেন মহাশয় কর্তৃক श्रृंड इग्न । ] রূপের তারতম্য ( তামিল কবিতা ) স্বরূপ, অথচ মূর্ধ-চির অপকারী: কুৎসিত, বিম্বান কিন্তু-নয় অস্কন্দর। সঞ্চা শরের বেগ-প্রাণ-অপহারী, বিকৃতগঠন বীণা—অমৃত-নিঝর। ঐচীচরণ মিত্র