পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१8 عينه يجمعيتيحه صهيم جمعييند সন্তে দিনাজপুর জেলার বিশেষতঃ রাইগঞ্জ থানার অন্তর্গত হাড়ী জাতীয় মেয়ের প্রতিবৎসর ফাঙ্কনী পূর্ণিমার পর কৃষ্ণ দ্বিতীয়ার দিন একটা ব্ৰতাকুষ্ঠান করিয়া থাকে, এই ব্ৰতকে ইহারা সঞ্চে ব্রত বলে । আমার বিশ্বাস, শক্তি বা সতী ব্রত হইতেই সৰ্থে ব্রত নাম হইয়াছে। ব্ৰতের পূর্বদিন মেয়েরা সংযম করিয়া ব্রতের দিন উপবাস করে এবং ভূপ্রহরের পর হইতেই যথাসম্ভব সাজসজ্জা করিয়া কোন এক নিদিষ্ট বাড়ীতে আসিয়া সকলে মিলিত হয়। ব্রতের কথা শ্ৰীবৎস-চিন্তার উপাখ্যান । এই উপাখ্যানটি একটি বর্ষীয়সী নারী দ্বারা কথিত হয়। এবং ইহার সম্মুখে একটি ঘট স্থাপন করিয়া মধ্যে মধ্যে কথার বিরাম-কালে ঘটোপরি পুষ্পাঞ্জলি অপিত হইয়া থাকে। প্রত্যেক ব্ৰতচারিণী মেয়ে কলা কেণ্ডর প্রভৃতি ফলমূল আনিয়া ঘটের চতুর্দিকে রাখিয়া দেয়। কথা শেষ হইলে কথয়িত্রী মেয়েটি প্রত্যেকের হাতে এক গুচ্ছ করিয়া ভোর রাখী বাধিয়া দিয়া থাকে। ইহাদের বিশ্বাস এই ব্ৰতস্থানে মানত করিলে বা বর প্রার্থনা করিলে মনোবাঞ্ছা . পূর্ণ হয়। ভোর বাধার পর সমবেত নারীমওলী মিলিতকণ্ঠে সঙ্গীতালাপ করিয়া থাকে। সৰ্ব্বসাধারণের পাঠের জন্ত ইহাদের কয়েকটি সঙ্গীত নিম্নে প্রদত্ত হইল । সঞ্চে ব্রতের গান ( > ) ●थषांनी-रेजाई, తిశివి [ ২২শ ভাগ, ১ম খণ্ড ബും ব্ৰত 叠 ( 3 ) খেলা খেলাইতে হারাইয়া গেল কোটরা, ছাইবে দেহু * জালুয়া হে ভাইয়া । ও মোর সোনার কোটরা । - ( 2) ইজুবন্ত খণ্ডরাল গে বিজুবন্ত তোর নেইর গে, কিসের লবে * মা এলেন মানবী-কুল গে। চন্দনের লবে মা এলেন মানবী কুল গে। ধূপের লবে সিন্মুরের লবে ফুলের লবে মা এলেন। ইত্যাদি। এখন এই হাড়ী জাতি সম্বন্ধে দুইটি কথা বলা বোধ হয় অগ্রাসঙ্গিক হইবে না। ইহার মৎস্য বিক্রয় করে, কিন্তু মৎস্য ধরে না। বিবাহ পূজা পরবে বাজনা বাজায়। কেহ কেহ বাশের চাটাই পাখা প্রভৃতি প্রস্তুত করে। ইহারা মুরদাফরাস জাতীয় হাড়ী বলিয়া বোধ হয় না। ইহাদের জাতীয় উপাধি কেহ কেহ হাজরা, সর্দার বলিয়া থাকে। অনেকের আক্ষরিক বিদ্যাও আছে। অনেকেরই বাড়ী-ঘর বেশ পরিষ্কার। ইহার হরিনাম ভালবাসে । তুলসী-বেদী বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মাংস-ভক্ষণ ইহাদের পক্ষে নিষেধ। মেয়েদের মধ্যেও অনেকে বেশ গান গাইতে পারে।

  • ७एनबl =बांजिनां । হাতে সবে বাজুবন, গলায়ে সবে ঢোলন, झांश्व cशश् -भूजिब्र गांe । আজু দিনে চন্দনে ঢালবি এগেন । ੰ। হামে নাই জানি রে সথে মায়ের এগেনা, আজু দিনে চন্দনে ঢালিব এণেনা। ইত্যাদি ঔরামদুলাল বিদ্যানিধি

রাজা কহিলেন বাদশাহ উজিরে তাহার, ক্ষণেক ভাবিয়া নিয়া কহিল উজির, ‘খোদা না পারেন যাহা হেন কিছু কাজ, ‘আছে হেন কাজ প্রভু আছে হেন কাজ, করিতে পারার শক্তি আছে কি আমার ? নিজ রাজ্য হতে কোন প্রজারে বাহির ♚िक ना कहिरण ऊद भांथों शांप्य जांज !' করিতে পারে না খোদা, পার মহারাজ।" - @शबिङडूमांब्र भूषणांशाग्न