পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] নিবেদন গত ৬ই এপ্রিল তেজপুর জেলা চিলৰাল নিবাসী ৮ প্রিয়নাথ গোস্বামী মহাশয় মহিলাগণকে ক্ষিপ্ত মহিষের হস্ত হইতে রক্ষা করিতে গিয়া প্রাণ বিসর্জন দিয়াছেন। এই বীর ব্রাহ্মণ দুইটি পুত্র, একটি কন্যা ও স্বীয় সহধৰ্ম্মিণীকে দেশবাসীর হন্তে সমর্পণ করিয়া গিয়াছেন । এই দুঃস্থ পরিবারের সাহায্যাৰ্থ আমরা দেশবাসীর নিকট ভিক্ষাপ্রার্থী। সংগৃহীত অর্থ তেজপুর রাষ্ট্র-সমিতির হস্তে অপিত হইবে। প্রাপ্তি স্বীকার :– - वैौपूख ७म, धन, ५ब्र-२९ শ্ৰীযুক্ত বিপিন বিহারী মিত্র—১২ শ্ৰীমান শিশির কুমার মিত্র হিন্দুস্কুল, ষষ্ঠ শ্রেণী—১২ মোট--৩\ নিবেদক—আনন্দ-বাজার সম্পাদক, ৭১১ নং মির্জপুর ষ্ট্রীট, কলিকাতা । vপ্রিয়নাথ গৈাস্বামীর অসহায় পরিবার ও পোষ্যবর্গের সাহায্য করা আমাদেব অবশ্য কৰ্ত্তব্য। শ্রদ্ধার সহিত র্তাহার স্মৃতিরক্ষা করাও আমাদেব কৰ্ত্তব্য । ইহাতে সমুদয় জাতি লাভবান হইবে। • “হিন্দুস্থান” দুঃখ করিয়াছেন, যে, এরূপ কাজের সাহায্যার্থ এত কম টাকা উঠিয়াছে। । পরে আরো সামান্য কিছু উঠিয়াছে , পঞ্জাব মেল দুর্ঘটনায় নিহত ড্রাইভার কৃপারের জন্য ষ্টেটসম্যান ইহা অপেক্ষ খুব বেশী টাকা তুলিয়ছেন, “হিন্দুস্থান” তাহাও বলিয়াছেন। ভাল কাজে আমরা ইংরেজের মত মুক্তহস্ত নঙ্গি, ইহা দুঃখ ও লজ্জার বিষয় । আমাদের দারিদ্র্য ইহার একমাত্র বা প্রধান কারণ নহে; কেননা, আমাদের ধনীরাও ভাল কাজে ইংরেজ ধনীদের মত টাক দেন না। তবে, দেশের লোকদের পক্ষ হইতেও কিছু বলিবার অাছে। ইংরেজ-মহলে ষ্টেটসম্যানের প্রচার ও প্রতিপত্তি যেরূপ, বাঙালী-মহলে কোন বাংলা দৈনিকের প্রচার ও প্রতিপত্তি অন্ধপ নহে। আমাদের মনে হয়, আনন্দ-বাজার পত্রিকার সম্পাদক যদি নিজের নাম, ও, তাহার সঙ্গে বাঙালীদের পরিচিত ও বিশ্বাসভাজন আরও দুইচারিজন লোকের নাম দিয়া “নিবেদন"ট বাহির করিতেন, তাহা হইলে যাহা উঠিয়াছে তার চেয়ে কিছু বেণী টাকা উঠতে পারিত। • . 参 ఇు বিবিধ প্রসঙ্গ—খদ্দর-পরিধান ও সৎকৰ্ম্মশীলতা AAAAAA SAAAAA SAAAA SAS S S AAAAA MAA AMAeeMMe eAe MMAAA AAAA AAAAMAAA AAAA AAAA AAAA AAAA SAS A SAS SSAS SSAS SSAS MAeM eMAeSAAAAAA AAAA AAAA SAAAAAeMM AMMAeeMAAAA “বাণীਾਂ Ф в হিন্দু বিধবারা নানা রকম কাজ শিথিয়া যাহাতে উপার্জনক্ষম হইতে পারেন, সেইরূপ শিক্ষা দিবার নিমিত্ত নারী-শিক্ষা-সমিতি “বাণী-ভবন” নাম দিয়া একটি শিক্ষালয় প্রতিষ্ঠা করিতে সঙ্কল্প করিয়াছেন। গত ১৭ই বৈশাখ ویی۹ রামমোহন লাইব্রেরী গৃহে মহামহোপাধ্যায় কালীপ্রসন্ন ভট্টাচাৰ্য্য মহাশয়ের সভাপতিত্বে উহার প্রারম্ভিক সভার অধিবেশন হয় । সভাস্থলে আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয় এইরূপ বহু শিক্ষালয়ের আবশ্যকতা প্রদর্শন করেন এবং বলেন যে বেনিয়াপুকুরের শ্ৰীমতী হরিমতি দত্ত মহোদয় এই কায্যের জন্য দশ হাজার টাকা দান করায় নারী-শিক্ষা-সমিতি উৎসাহিত হইয়া বাণী ভবন প্রতিষ্ঠায় উদ্যোগী হইয়াছেন। তাহার পর শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ । মল্লিক, শ্ৰীযুক্ত সতীশচন্দ্র চক্রবর্তী, প্রভৃতি বক্তৃতাঞ্জ করেন। মহামহোপাধ্যায় কালীপ্রসন্ন ভট্টাচাৰ্য্য মহাশয় সভাস্থলে বলেন, যে, বাণী-ভক অসাম্প্রদায়িক ভাবে পরিচালিত হইবে, এবং মহিলা সভ্যদিগের একটি কমিটির তত্ত্বাবধানে ইহার সমুদয় কাৰ্য্য নির্বাহিত হইবে । রায় রাধাচরণ পাল বাহাদুর বলেন, যে, বঙ্গীয় ব্যবস্থাপক সভা “ভারতীয় শুশ্ৰুষাকারিণীদের প্রতিষ্ঠানে” (Indian Nurses’ Institution ) cą grę spor Ffại সাহায্য মঞ্জুর করিয়াছেন, বাণী-ভবন তাহা হইতে সাহায্য পাইতে পারেন। শ্ৰীমতী হরিমতী দত্তের প্রদত্ত দশ হাজার টাকা ছাড়া আরও আট হাজার টাকা দানের অঙ্গীকার পাওয়া গিয়াছে। সৎকৰ্ম্মানুরাগী পাঠকেরা শুনিয়া আনন্দিত হইবেন, যে, নারী-শিক্ষা-সমিতি ইতিমধ্যেই বাণী-ভবনের জন্য বাড়ীকিম্বা খালি জায়গা ক্রয় করিবার চেষ্টা করিতেছেন, ও দুই-একটির সন্ধানও পাইয়াছেন । সকলেরই এই কাজে সাহায্য করা উচিত—বিশেষত, সধবা ও বিধবা ধনশালিনী মহিলাদের । সাহায্য ৯৩ নম্বর আপার সাকুলার রোড, ভবনে শ্ৰীযুক্ত অবলা বস্ন মহাশয়ার নিকট প্রেরিতব্য। খন্দর-পরিধান ও সৎকৰ্ম্মশীলতা বাণী-ভবনের প্রারম্ভিক সভা সম্বন্ধে এৰখানি বাংল: