পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ംഘ് ബ്. -് ബ്ജ ക ു "* "ു ു. गक्षाश् छ्हेंtउ जांब्रछ कब्रिब ७ १ईjढ ब्रांलि बांशांगू, শ ওয়ালেস কোম্পানী, পেট্রাকোচিনো ব্ৰাদাস এবং গ্রেহাম কোম্পানীর প্রতিদিনের ক্রীত চাউলের ও তাহার দরের তালিকা সংগ্ৰহ করিয়া প্রকাশ করুন। তাহা . হইলে বুঝা যাইবে, দর খুব চড়িয়াছে কি না । SS S SSAAA SS S SAAAA S AAAA S SA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS মালাবারে আর্য্যসমাজের কার্য্য মোপৃলা হাঙ্গামায় মালাবার নানাপ্রকারে সাতিশয় বিপন্ন হইয়াছে। ভারত-ভৃত্য সমিতি, স্থানীয় কংগ্রেস কমিটি, ইয়ং মেঙ্গ, ক্রিশ্চিয়ান এসোসিয়েশন, প্রভৃতি, রিপন্ন লোকদের অন্নবস্ত্রের ক্লেশ নানা প্রকারে দূর করিতে চেষ্টা করিতেছেন। যে-সকল হিন্দু পুরুষ ও নারীকে বিদ্রোহী মোপূলার জোর করিয়া মুসলমান করিয়াছিল, তাহারা ইচ্ছুক হইলে যাহাতে আবার নিজ নিজ পুৰ্ব্ব ধৰ্ম্মসমাজে স্থান পাইতে পারে তাহার চেষ্টাও অনেকে করিতেছেন। আর্য্যসমাজ তন্মধ্যে অন্যতম । মে মাসের প্রথম সপ্তাহে পঞ্চাশজন লোক কালিকটে আর্য্যসমাজের কেন্দ্রে আলিয়া আবার হিন্দু হইতে চাওয়ায় তাহাদিগকে হিন্দুর পরিচ্ছদ দেওয়া হইয়াছে। পুরুষদিগকে রাস্তানিৰ্মাণ কার্ধ্যে এবং নারীদিগকে চরকায় স্থত কাটিতে দেওয়া হইয়াছে। একটি অনাথালয় ও একটি বিধবাশ্রম খোলা হইয়াছে। সরকারী ব্যয় সংক্ষেপ কিছুদিন পূৰ্ব্বে ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় এই প্রস্তাব গৃহীত হয়, যে, এদেশের নানা রাষ্ট্রীয় কার্ধ্যের বিভাগে ব্যয়সংক্ষেপ হইতে পারে কি না, এবং যদি পারে, তাহা হইলে কোন কোন বিভাগে কি কি দিকে কি কি উপায়ে হইতে পারে, তাহ নিৰ্দ্ধারণের জন্য একটি কমিটি নিযুক্ত হউক। কয়েকদিন হইল লর্ড ইঞ্চ কেপু এই কমিটির সভাপতি নিযুক্ত হইয়াছেন। ইনি কলিকাতা বোম্বাই ও করাচীর ম্যাকিনন ম্যাকেী কোম্পানীর এবং কলিকাতার ম্যাকনীল কোম্পানীর প্রধান অংশীদার। কমিটিৰে, কি কি বিষয়ে অনুসন্ধান করিতে হইবে, তাহার বিস্তারিত বিবরণ শীঘ্র প্রকাশিত হুইবে । বিবিধ প্রসঙ্গ—সরকারী ব্যয় সংক্ষেপ = عے ھی۔ میے جrعے..ھ۔ میے کا یہ ‘Levව কমিটির কার্য্যসম্বন্ধে একটা কথা নিশ্চিত বলী যাইতে পারে—নান স্থানে ঘুরিয়া সাক্ষ্য লইতে ও তথ্য অনুসন্ধান করিতে অনেক ব্যয় হইবে। ব্যয়ের ফলস্বরূপ শুধু জনকতক চাপরাসী পিয়াদার কাজ যাইবে, না বৃহৎ রকমের কিছু ব্যয়সংক্ষেপ হইবে, তাহ অনুমান করিতে পারিলেও নিশ্চিত বলা যায় না । ব্যয়সংক্ষেপের একটা প্রধান উপায়, ভারতবর্ষের সেনাদলে গোরা সৈনিক ও সৈনিকাধ্যক্ষ ( military officers ) কমাইয় তাহাদের স্থানে ভারতীয় সৈনিক ও সৈনিকাধ্যক্ষ নিয়োগ । জাপান ভারতবর্ষ অপেক্ষা সৈনিকপ্রতি কম খরচ করিয়াও পৃথিবীর প্রবলতম জাতিদের সমকক্ষ ও ভয়ের কারণ বলিয়া পরিগণিত ; আর ভারতবর্ষ এত বড় দেশ ও এত লোকের বাসভূমি হইলেও তাহাকে ক্ষুদ্র আফগানিস্তানকে ভয় করিতে ইংরেজরা শিখাইয়le আসিতেছেন । অথচ ভারতবর্ষের এক কোণের শিখেরা এক সময়ে আফগানদিগকে ভয়বিহবল করিতে পারিয়াছিল। ভারতীয়দিগের প্রাণে সাহসের পরিবর্তে ভয়ের সঞ্চার করায় ইংরেজের লাভ আছে। কারণ, আমরা যতদিন বিশ্বাস করিব, যে, আমরা নিজে বহিঃশত্রুর আক্রমণ হইতে দেশ রক্ষা করিতে পারিব না, আমাদিগকে সাহস দিবার ও যুদ্ধক্ষেত্রে হুকুম দিয়া চালাইবার জন্য বিদেশী লোক চাই, ততদিন বিদেশীর প্রভূত্ব এবং বেতনাদি হইতে প্রভূত অর্থাগমের উপায় বজায় থাকিবে। কিন্তু এই অবস্থা যতদিন থাকিবে, ততদিন ভারতের রাজকাৰ্য্যে ব্যয়সংক্ষেপ ভাল করিয়া হইতে পরিবে না । সামরিক বিভাগ ব্যতীত অন্য-সব বিভাগেও ব্যয় কমাইতে হইবে । ইংরেজের পরিবর্তে যথাসম্ভব যোগ্য দেশী লোক রাখিতে হইবে এবং তাহাদিগকে জাপানের রাজকৰ্ম্মচারীদের মত বেতন দিতে হইবে স্বাধীন প্রবলপরাক্রান্ত জাপানের প্রধান মন্ত্রী মাসে ১৫০০ টাকা বেতন পাব, অন্যান্য মন্ত্রীরা পান ১•••২, এবং প্রধান বিচারপতি এক হাজারের চেয়েও কম পান। এদেশে ইংরেজ রাজভূত্যেরা খুব মোট মাহিনী আদায় করেন বলিয়া দেশী রাজভৃত্যদিগকেও প্রাদেশিক শ্রেণীর কোন কোন চাকরীতে জাপানী মন্ত্রীদের সমান বা অপেক্ষ